HomeWest BengalKolkata CityLoksabha election 2024 : অর্জুন-শুভেন্দু জুটিকে পাঁকে ফেলতে সোমনাথের ভরসা ‘হলুদ ফাইল’

Loksabha election 2024 : অর্জুন-শুভেন্দু জুটিকে পাঁকে ফেলতে সোমনাথের ভরসা ‘হলুদ ফাইল’

- Advertisement -

ভোটের মুখে ফের হলুদ ফাইল প্রকাশের হুঁশিয়ারি জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের। নিয়োগ দুর্নীতি কাণ্ডে একাধিক তৃণমূল নেতা-মন্ত্রীরা জেলে রয়েছেন। এবার নিয়োগ দুর্নীতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম জড়ালেন সোমনাথ শ্যাম।
অর্জুন সিংকে কার্যত টিকিট পাইয়ে দিয়েছেন শুভেন্দুই, অভিযোগ তৃণমূল বিধায়কের। তাঁর দাবি ‘অর্জুনকে দলে নিয়ে গর্বিত বোধ করছেন শুভেন্দু।এর পিছনে ওঁর অন্য অভিসন্ধি রয়েছে।”

”ক্ষমতায় থাকাকালীন একাধিক চাকরি দিয়েছেন শুভেন্দু। সে সময় শুভেন্দুর সাগরেদ ছিলেন অর্জুন। অর্জুন মারফত চাকরি হয়েছে অনেকের।” এমনই বিস্ফোরক অভিযোগ সোমনাথ শ্যামের। হলুদ ফাইলে রয়েছে অর্জুন সিং-এর সেই সমস্ত দুর্নীতির খতিয়ান। এবার লোকসভা ভোটের আগে সেই ফাইল প্রকাশের হুঁশিয়ারি দিলেন সোমনাথ শ্যাম।

   

যদিও সোমনাথ শ্যামের হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ অর্জুন শুভেন্দু জুটি। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তাঁর দাবি, ”মালিকে ফাইল দিক। মালিক আমার নামে বহু মামলা করেছে।”

আদপে কী আছে এই হলুদ ফাইলে ? হলুদ ফাইল প্রকাশ্যে এলে ঝুলি থেকে কী এমন বেরোবে? ভোটের আগে এইসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ব্যারাকপুরের রাজনৈতিক মহলে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular