HomeWest BengalKolkata CitySSC scam: কিছু দুষ্কৃতি রাজ্যকে ধ্বংস করে দেবে, কুন্তল প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের...

SSC scam: কিছু দুষ্কৃতি রাজ্যকে ধ্বংস করে দেবে, কুন্তল প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ক্ষোভ

- Advertisement -

নিয়োগ দুর্নীতি মামলায় (SSC scam) ইডি গ্রেফতার করেছে তৃণমূল কংগ্রেস যুব নেতা কুন্তল ঘোষকে (Kuntal Ghosh)। তাকে নিয়ে শাসক দল বিব্রত। যে কোনও সময় কুন্তলকে দল থেকে ছাঁটাই করা হবে বলে জানা যাচ্ছে। দুর্নীতির তদন্তে নেমে কুন্তলের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল ওএমআরশিট এবং অ্যাডমিট কার্ড।

সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) কুন্তল প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়ে বলেন, কিছু দুষ্কৃতি রাজ্যটাকে ধ্বংস করে দেবে।

   

শুনানি চলাকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী আদালতে জানান, কুন্তলের বাড়ি থেকে ১৮৬টি ওএমআর শিট এবং অ্যাডমিট কার্ড পাওয়া গিয়েছে। বিচারপতি তখন বলেন, যা চলছে দেখছি, তাতে মনে হয় কিছু দুষ্কৃতী রাজ্যটাকে ধ্বংস করে দেবে। কী ভাবে কুন্তলের কাছে যেতে পারে ওএমআর শিট এবং অ্যাডমিট কার্ড এ নিয়ে ইডির কাছে জানতে চাইব।

২০১৪ সাল থেকেই দুর্নীতির এই জাল ছড়িয়েছিল কুন্তল। তা সঙ্গে জড়িয়েছে তৃণমূল নেতা শান্তনুর নাম। তার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular