HomeWest BengalKolkata Cityচলবে সোদপুর ফ্লাইওভার সংস্কারের কাজ, বন্ধ থাকবে ফ্লাইওভারটি

চলবে সোদপুর ফ্লাইওভার সংস্কারের কাজ, বন্ধ থাকবে ফ্লাইওভারটি

- Advertisement -

৩৩ বছর বয়স হয়েছে সোদপুর ফ্লাইওভারের (Sodepur Flyover)। সেই কারণেই প্রয়োজন কিছু সংস্কারের। ১৯ জুলাই থেকে কর্তৃপক্ষ শুরু করতে চলেছে ফ্লাইওভার সংস্কারের কাজ। মেরামতের কারণেই আপাতত প্রতি সপ্তাহের শুক্রবার রাত থেকে রবিবার রাত পর্যন্ত বন্ধ থাকবে সোদপুর ফ্লাইওভার। চাপ বাড়বে রাতের ট্রাফিকে। আশঙ্কা করা হচ্ছে, এই ব্রিজ বন্ধ থাকলে যানজট সৃষ্টি হতে পারে।

৩৩ বছর বয়সী সোদপুর ফ্লাইভারের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে একাধিকবার। আর এবারের স্বাস্থ্য পরীক্ষায় ধরা পড়েছে বিয়ারিংয়ের সমস্যা। তাই অনেক আগে থেকেই ১০ টনের বেশি ভারী যান চলাচল সোদপুর ফ্লাইওভার দিয়ে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

   

কাজ চলাকালীন যানজট সৃষ্টির কথা মাথায় রেখে আগাম পরিকল্পনা সেরে রাখছে কমিশনারেটের ট্রাফিক বিভাগ। কোথায় গাড়ি রাখার ব্যবস্থা করা হবে, সেই সমস্ত বিষয়েও পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। আলাদা করে রাস্তায় ব্যারিকেডও করা হয়েছে সেই জন্য। বিকল্প রাস্তা হিসেবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে একফোর্ড রোড ও রামচন্দ্রপুরের রাস্তা দিয়ে লরি, বাস সহ সমস্ত গাড়ি যাতায়াত করতে পারবে।

প্রসঙ্গত, বাম আমলে তৈরী হয়েছিল এই ফ্লাইওভারটি। যার কারণে এই ফ্লাইওভারটির বয়সও পেরিয়েছে ৩৩। এর আগেও একাধিকবার সংস্কারের কাজের জন্য বন্ধ ছিল এই ফ্লাইওভারটি। কিন্তু এবার তার দ্রুত সংস্কারের প্রয়োজন হয়ে পড়াতেই এই পদক্ষেপ গ্রহণ করেছে কর্তৃপক্ষের। এর আগে, গত ২৬ জুন রাজ্যের পরিবহন দফতর, পুরসভার সদস্য, পূর্ত দফতর, কমিনারেট ট্রাফিক আধিকারিকদের নিয়ে তৈরি একটি টিম ব্রিজ পরিদর্শন করে। সেই সময়ই সিদ্ধান্ত হয়, আপাতত প্রতি সপ্তাহের শুক্রবার রাত থেকে রবিবার রাত ব্রিজ বন্ধ রাখা হবে। আবার সোমবার সকাল থেকে ব্রিজ দিয়ে যাতায়াত স্বাভাবিক করা হবে। প্রশাসনের দাবি, অন্যান্য দিনের তুলনায় গাড়ির চাপ কম থাকবে ছুটির দিনে। ফলত যানজট সেভাবে নাও হতে পারে।

- Advertisement -
Devi Bhattacharya
Devi Bhattacharyahttps://kolkata24x7.in/
প্রশ্ন করতে, খুঁটিয়ে জানতে এবং উত্তর খুঁজতে ভালোবাসি। খবর অনুসন্ধান, ঘটনার অন্তরালের কারণ বিশ্লেষণ এবং সেগুলোকে শব্দে বুনে তোলার চেষ্টা করি। স্বচ্ছ, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতা করার লক্ষ্য নিয়ে গত ৪ বছর ধরে এই প্রফেশনে যুক্ত আছি। এছাড়াও আবৃত্তি করতে, ভ্রমণ এবং সেই ভ্রমণকাহিনি লিখতে ভালোবাসি।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular