“SIR নিয়ে বিভ্রান্তি নয়, মানুষই আমাদের শক্তি”, ‘জাস্টিস ফর প্রদীপ কর’ মাঠে নামছেন অভিষেক

SIR Is No Threat to People’: Abhishek Banerjee’s Call for Confidence in Bengal

পানিহাটি, ২৯ অক্টোবর: রাজ্যে এনআরসি ও এসআইআর (SIR) ইস্যু ঘিরে তৈরি হওয়া আতঙ্কের মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় মর্মান্তিকভাবে আত্মহত্যা করেন পানিহাটির বাসিন্দা প্রদীপ কর। পরিবারের অভিযোগ, এনআরসি ও নাগরিকত্ব সংক্রান্ত বিভ্রান্তি এবং ভয় থেকেই প্রদীপ চরম পদক্ষেপ নেন। এই ঘটনার পর থেকেই স্থানীয় এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া এবং রাজনৈতিক আলোচনার ঝড়।

Advertisements

বুধবার বিকেলে প্রদীপ করের পরিবারের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে পৌঁছন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তিনি তাঁদের পাশে থাকার আশ্বাস দেন এবং পুরো ঘটনার প্রতি গভীর দুঃখ প্রকাশ করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, “আমি হাতজোড় করে অনুরোধ করছি, SIR নিয়ে কোনওভাবে আতঙ্কিত হবেন না। ভয় পাওয়ার কিছু নেই। ৪ তারিখ থেকেই রাজ্যের প্রতিটি জায়গায় তৃণমূল কংগ্রেসের ক্যাম্প তৈরি হবে। আমাদের কর্মীরা অতন্দ্র প্রহরীর মতো মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করবেন।”

   

অভিষেকের বক্তব্যে পরিষ্কার, তিনি চাইছেন জনগণের মধ্যে ছড়িয়ে পড়া ভয় ও বিভ্রান্তি দূর হোক। তিনি আরও বলেন, “কেন্দ্র সরকার মানুষের মনে ভয় ঢোকাতে চাইছে। কিন্তু আমরা তা হতে দেব না। বাংলার মানুষকে তাঁদের নিজেদের দেশেই পরবাসী হতে হবে না।”

প্রদীপ করের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে অভিষেক নতুন স্লোগান দেন — ‘জাস্টিস ফর প্রদীপ কর’। তিনি জানান, তৃণমূল কংগ্রেস এই ঘটনার ন্যায়বিচার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।

Advertisements

অভিষেকের এই সফরে তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব, বিধায়ক এবং জেলা সভাপতি। তাঁরা প্রদীপের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং প্রশাসনের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান।