Jadavpur University: স্বপ্নদীপের মৃত্যুর জেরে ফের যাদবপুরে বাম প্রতিবাদ, বিক্ষোভে SFI

ফের যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) সরগরম। SFI এর মিছিল ঘিরে উত্তেজনা। পুলিশের ব্যারিকেট ভাঙার চেষ্টা। বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে এই উত্তেজনা। গতকাল টিএমসিপি, নকশালপন্থী ও বাম ছাত্র সংগঠনের ত্রিমুখী সংঘর্ষের পর এদিন ফের গরম পরিস্থিতি।

গতকাল TMCP নেত্রী রাজন্যা হালদার আন্দোলন করতে এসে অজ্ঞান হয়ে যান। পরে জ্ঞান ফিরতেই তিনি বলেন জামা ছিঁড়ে নিয়েছিল বাম সংগঠনের সমর্থকরা। এর পর আরও উত্তেজনা ছড়ায়। জলপাইগুড়িতে সিপিআইএম জেলা দফতরের সামনে তৃণমূল ও বাম সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। আজ ফের গরম যাদবপুর।

   

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে SFI এর রাজ্য সম্পাদক সুজন ভট্টাচার্য বক্তব্য রাখেন। পুলিশ এখানে ব্যারিকেড লাগালে এসএফআই সংগঠনের ছাত্র-ছাত্রীরা সেই ব্যারিকেড ভেঙ্গে ফেলে।মিছিল থেকে এক ছাত্র জানিয়েছেন, “মমতা ব্যানার্জিকে খুশি করতে চাইছে? অপরাধীদের আড়াল করতে চেয়ে এসএফআইয়ের উপর আক্রমণ। আমরা সভা করতে এসেছিলাম। বিনা কারণে ব্যারিকেড লাগায় পুলিশ”।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন