পুজোতে আরও বড় দুর্যোগের মুখে বাংলা! কী বলছে হাওয়া অফিস?

কয়েকদিন ধরেই আকাশের মুখ একেবারে ভার। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাই প্রায় জলমগ্ন। নিম্নচাপের জেরে হাওড়া, হুগলি ও দুইমেদিনীপুর প্রায় বন্যার জলে ভাসছে৷ বিঘার পর বিঘা জমি জলের তলায়৷ সেই সঙ্গে ডিভিসির জল ঢুকতে শুরু করে দিয়েছে এই সমস্ত বন্যা কবলিত এলাকাতে৷ ফের বাড়তে শুরু করে দিয়েছে জলস্তর৷ সামনেই পুজো, তাই সকলের মনে একটাই চিন্তা যে পুজোর কটাদিন কেমন থাকবে বাংলার আকাশ?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে (Weather Update) জানা গিয়েছে, মহালয়াতে বৃষ্টি হবে। সেই সঙ্গে আপামোর বাঙালির কাছেও দু:খের খবর যে পুজোর চারদিনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে৷ হাওয়া অফিস সূত্রে খবর, ৩০ তারিখ পর্যন্ত দুই বঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে থাকলেও ফের ১ তারিখ থেকে আবার দুই বঙ্গে ধীরে ধীরে বৃষ্টি বাড়বে।

   

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে। তবে এখানেই শেষ নয়, দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পুজোয় গোটা বাংলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে। অর্থাৎ লক্ষ্মীপুজো পর্যন্ত পিছু ছাড়বে না বৃষ্টি। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ শুক্রবার সকাল থেকে হালকা মিঠে রোদের আমেজ দেখা গেলেও বেলা গড়াতে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ, টানা রবিবার পর্যন্ত এই পর্বে দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরের জেলাগুলিতেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া রয়েছে৷

আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। প্রবল বৃষ্টিপাতের জেরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় নতুন করে ধ্বস নামার আশঙ্কা বাড়ছে। আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন