HomeWest BengalKolkata Cityনিম্নচাপের শক্তি বাড়ছে, কয়েকঘন্টার মধ‌্যেই ভাসবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলি

নিম্নচাপের শক্তি বাড়ছে, কয়েকঘন্টার মধ‌্যেই ভাসবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলি

- Advertisement -

ভারতের উপকূলীয় অঞ্চলে অতি গভীর নিম্নচাপের (Rain Forecast)  সৃষ্টি হয়েছে। বিশেষত, উত্তর পশ্চিম বঙ্গোসাগর ও তার সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপটির অবস্থান করছে। এবং আগামী কয়েকঘন্টার মধ‌্যেই এর তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

দশমীতেই প্রভাব থাকবে কলকাতা সহ বেশ কিছু জেলাগুলিতে। বিশেষত একাদশীর সকালে এই অতি গভীর নিম্নচাপটি ওড়িশার গোপালপুর থেকে পারাদ্বীপের মধ্যে স্থলভাগে প্রবেশ করবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই প্রক্রিয়া চলাকালীন, পুরী শহরের কাছাকাছি স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা বেশি। এক্ষেত্রে, মূলত সমুদ্র থেকে শক্তি নিয়ে এই সিস্টেম স্থলভাগে আছড়ে পড়বে, এবং এরপর তা রাজ্যের একাধিক অংশে ব্যাপক প্রভাব ফেলতে পারে। এর ফলে, প্রাথমিকভাবে যে বিপর্যয়ের আশঙ্কা রয়েছে, তা অবশ্যই বেশ গুরুতর।

   

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, আগামী চার দিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে, যা কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। বিশেষত, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় এই বৃষ্টির সম্ভাবনা প্রবল। এছাড়া, ওড়িশা, বিহার, এবং ঝাড়খন্ডের কিছু অংশেও এই নিম্নচাপের প্রভাব পড়তে পারে।

এই ধরনের প্রবল বৃষ্টিপাতের প্রভাবে নদী তীরবর্তী এলাকায় নদী ভাঙন এবং ভূমিধসের ঘটনা ঘটতে পারে। সঠিক সময়ে সতর্কতা এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের ফলে অনেক বড় বিপর্যয় রোধ করা যেতে পারে।

 

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular