দানা বাঁধছে ‘দানা’, কবে কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় জানাল হাওয়া অফিস

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়(weather update) দানা, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে বর্তমানে নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। আগামীকাল, মঙ্গলবার, এটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং শক্তি বাড়িয়ে বুধবার, ২৩ তারিখের মধ্যে ঘূর্ণিঝড়ে (weather update) রূপ নেবে। এই পরিস্থিতির ফলে কলকাতা ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ ইতিমধ্যেই কৃষকদের জন্য সতর্কবার্তা জারি করেছে। বিশেষ করে ধানের ফসলের প্রতি নজর রাখা প্রয়োজন। যারা ধান ৮০ শতাংশ পেকে গেছে, তাদের দ্রুত ফসল কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে কম্বাইন হারভেস্টার ব্যবহারের কথাও বলা হয়েছে।

   

এছাড়া, অন্যান্য পাকা সবজি, পেঁপে ও কলার মতো ফলও তুলে নেওয়ার জন্য কৃষকদের নির্দেশ দেওয়া হয়েছে। পান ও ডাল শস্যের জমিতে জল নিষ্কাশনের ব্যবস্থা করতে বলা হয়েছে। ঝোড়ো হাওয়ার কারণে পান বা সবজির মাচা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য মাচাগুলোকে ভালো করে বেঁধে রাখারও পরামর্শ রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির(weather update) সম্ভাবনা রয়েছে। এই সময়ে সার ও কীটনাশক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কৃষকরা প্রয়োজনে নিকটবর্তী কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

এটি উল্লেখযোগ্য যে, ঘূর্ণিঝড় দানা ২৪ থেকে ২৫ তারিখের মধ্যে পুরী ও সাগরের কাছে আছড়ে পড়বে, এবং তখন হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিমি। সুতরাং, কৃষকদের জন্য এই পরিস্থিতি মোকাবেলা করা অত্যন্ত জরুরি।

 

 

C

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন