Monday, December 8, 2025
HomeWest BengalKolkata Cityবাংলাপক্ষের আন্দোলনের জেরে এবার বাংলা ভাষায় হবে সেট পরীক্ষা

বাংলাপক্ষের আন্দোলনের জেরে এবার বাংলা ভাষায় হবে সেট পরীক্ষা

- Advertisement -

বড় সাফল্য পেল বাংলাপক্ষ। বাংলাপক্ষের আন্দোলনের জেরে কলেজ সার্ভিস কমিশন এবার সেট (SET) পরীক্ষায় বিজ্ঞানের বিষয় ছাড়া সব বিষয়ের প্রশ্নপত্র ইংরেজির সঙ্গে সঙ্গে বাংলা ভাষাতেও করছে বলে খবর।

গত ৯ ই জানুয়ারি সেট পরীক্ষা হয়েছিল, প্রথমবার বাংলা পক্ষর আন্দোলনের ফলে বাংলায় প্রশ্ন হওয়া শুরু হয়। বাংলা পক্ষর তরফে কৌশিক মাইতি কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে চিঠি দিয়েছিলেন। তিনি জানান, ব্যক্তিগত ভাবে কথাও বলি। তিনি প্রথমে রাজি ছিলেন না, অন্যান্য সব রাজ্যের প্রশ্নপত্র ওনাকে পাঠাই। অধিকাংশ রাজ্যেই সেটের প্রশ্ন ইংরেজির সঙ্গে সেই রাজ্যের মূল সরকারি ভাষায় হয়, তা প্রমান দিই ওনাকে। উনি রাজি হোন। তারপরই আমাদের রাজ্যের সেটের পরীক্ষা বাংলা ভাষায় প্রশ্নপত্র করা শুরু হয়।’

   

কৌশিক মাইতি জানান, ‘এবার অধিকাংশ বিষয়ের (বিজ্ঞানের বিষয়গুলো ছাড়া) প্রশ্নপত্র বাংলায় হবে। এখনও নোটিফিকেশন না দিলেও, সিদ্ধান্ত হয়ে গিয়েছে, মঙ্গলবারই কলেজ সার্ভিস কমিশন থেকে খবর নিয়েছি। দ্রুত বিজ্ঞপ্তি জারি হবে।’

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular