Murshidabad:তীব্র গরমে পানীয় জলে বিষক্রিয়ায় অসুস্থ বহু স্কুল পড়ুয়া

wtaer

তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী। তারমধ্যে আগামী সপ্তাহ অবধি রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা। এর মধ্যেই স্কুলের পানীয় জল খেয়ে আচমকা অসুস্থ হয়ে পড়ল বহু পড়ুয়া। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত ধুলাউড়িতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে পাইওনিয়ার মিশন নামক স্কুলে জল খেয়ে অসুস্থ হয়ে পড়লেন একসঙ্গে ১৪জন পড়ুয়া। শুক্রবার সকালের এই ঘটনায় স্কুল জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

অসুস্থ হয়ে পড়া ১৪ পড়ুয়াকে প্রথমে লালগোলার কানাপুকুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ও পরে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য। তবে চিকিৎসকরা জানিয়েছে পড়ুয়াদের অবস্থা এখন স্থিতিশীল। ভয়ের কিছু নেই। তবে চিকিৎসকদের প্রাথমিক অনুমান জলে কোনও ভাবে বিষক্রিয়ার ফলে এই ঘটনা ঘটেছে।

   

এক অসুস্থ পড়ুয়ার থেকে জানা গিয়েছে, স্কুলে যে জলের ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কের জলই সবাই পান করেছিল। তারপরে একে একে পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। কেউ বমি করতে থাকে আবার কারুর পাতলা পায়খানা, পেটে ব্যথার মতো সমস্যা শুরু হয়। তবে স্কুলের তরফে জানা গিয়েছে, “গত বুধবার জলের ট্যাঙ্ক ব্লিচিং পাউডার দিয়ে পরিস্কার করানো হয়। সেই কারণেই জলের ফিল্টার বন্ধ ছিল, শুক্রবার পড়ুয়ারা ট্যাঙ্কের জল খেতেই ঘটে বিপত্তি। তবে আমাদের প্রাথমিক অনুমান জলের মধ্যে কেউ কিছু দিয়ে দেওয়াতেই জলে বিষক্রিয়া তৈরি হয়েছে।” এই ঘটনার তদন্ত শুরু করেছে স্কুল কতৃপক্ষ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন