সাজা ঘোষণার আগের দিন নিরুত্তাপ সঞ্জয়! খেললেন ক্যারম

What kind of work might Sanjay have to do in jail
sanjay roy played carrom inside jail

কলকাতা: আরজি করে পড়ুয়া চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত তিনি৷ আজ, সোমবার শাস্তি ঘোষণা করবে শিয়ালদহ আদালত৷ চরম শান্তি হতে পারে মৃত্যুদণ্ড৷ সোমবার এজলাস বসার পর দোষী সঞ্জয় রায় ও নির্যাতিতার পরিবারের কথা শুনবেন বিচারক অনির্বাণ দাস৷ তার পরই জানাবেন কী শাস্তি হবে সঞ্জয়ের৷ অথচ সাজা ঘোষণার একদিন আগেও কোনও তাপ-উত্তাপ নেই সঞ্জয়ের মধ্যে৷ অন্যান্য দিনের মতোই খাবার খেলেন৷ ঘুরে বেরালেন নিজের মতো৷ এমনকি, প্রেসিডেন্সি জেলের অন্যান্য বন্দিদের সঙ্গে ক্যারামও খেললেন সঞ্জয়৷ (sanjay roy played carrom inside jail)

শনিবার ভেঙে পড়েছিলেন সঞ্জয়

শনিবার আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর কিছুটা ভেঙে পড়েছিলেন সঞ্জয়৷ সে দিন রাতে আর কিছু খাননি৷ কিন্তু রবিবার ফের স্বভাবিক হয়ে যান সঞ্জয়৷ সকলের সঙ্গে কথা বলেছেন৷ ক্যারামও খেলেছেন খোশ মেজাজে৷ এমনটাই জানা গিয়েছে, প্রেসিডেন্সি  জেল সূত্রে৷

   

 

সঞ্জয় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই প্রশ্ন উঠেছে, কী শাস্তি দেওয়া হবে তাঁকে? শনিবার অবশ্য আদালত স্পষ্ট করে দিয়েছিল, সঞ্জয়ের অপরাধ প্রমাণিত। এই অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড৷ তবে সাজা নিয়ে খুব একটা উতলা মনে হয়নি সঞ্জয়কে৷ জেলের মধ্যে প্রকাশ্যে কোনও প্রার্থনাও করতে দেখা যায়নি তাঁকে৷ 

বেলা ১২টার পর বসবে এজলাস

সোমবার বেলায় সঞ্জয়কে নিয়ে শিয়ালদহ আদালতে রওনা দেবে পুলিশ। বেলা ১২টার পর শুরু হবে বিচারক দাসের এজলাস। এদিন সাজা ঘোষণার আগে সঞ্জয়ের কথা শুনবেন বলে জানিয়েছেন তিনি৷  শোনা হবে নির্যাতিতার পরিবারের অভিযোগ। দু’পক্ষের কথা শোনার পরই শাস্তি ঘোষণা করবেন বিচারক৷ শনিবার সঞ্জয়ের বক্তব্য ছিল, তিনি নির্দোষ তাঁকে ফাঁসানো হয়েছে৷ 

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন