Sandhya Mukhopadhyay: রক্ত পরীক্ষার রিপোর্টের পর স্থিতিশীল ‘গীতশ্রী’

সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukhopadhyay)  শারীরিক অবস্থা স্থিতিশীল, রাখা হয়েছে জেনারেল কোভিড বেডে। চিকিৎসকরা জানিয়েছেন এই তথ্য। Advertisements বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে চোট পান কিংবদন্তি প্রবীণ…

সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukhopadhyay)  শারীরিক অবস্থা স্থিতিশীল, রাখা হয়েছে জেনারেল কোভিড বেডে। চিকিৎসকরা জানিয়েছেন এই তথ্য।

Advertisements

বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে চোট পান কিংবদন্তি প্রবীণ শিল্পী। পরে এসএসকেএম হাসপাতাল তাঁর চিকিৎসার সময় করোনা সংক্রমণের পজিটিভ রিপোর্ট আসে। সংকট কাটিয়ে কিছুটা স্থিতিশীল তিনি।

Advertisements

পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দেওয়ার পরেই সন্ধ্যা মুখার্জি আচমকা অসুস্থ হন। প্রবীণ শিল্পীর জন্য উদ্বেগে ছিলেন রাজ্যবাসী।

বৃহস্পতিবার হঠাতই অসুস্থ হয়ে পড়েন ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay)। সেদিনই তড়িঘড়ি গ্রিন করিডর করে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা জানান, শিল্পী করোনার পাশাপাশি নিউমোনিয়াতেও আক্রান্ত। তাঁকে হাসপাতালে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।

শিল্পীকে দেখে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সন্ধ্যাদি খুবই অসুস্থ। মেয়ে এবং জামাই সকালে এসে ওনাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করেন। উডবার্নে সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞদের নিয়ে বোর্ড তৈরি করা হয়েছিল। তাদের পর্যবেক্ষণেই চিকিৎসা চলছিল। হৃদযন্ত্রেরও সমস্যা রয়েছে ওনার।

এসএসকেএম থেকে অ্যাপেলো হাসপাতালে এনে চিকিৎসা চলছে শিল্পীর।