Sunday, December 7, 2025
HomeWest BengalKolkata Cityআরজি কর কাণ্ডের আঁচ কলকাতা পুরসভায়, ওয়াকআউট বিজেপির

আরজি কর কাণ্ডের আঁচ কলকাতা পুরসভায়, ওয়াকআউট বিজেপির

- Advertisement -

আরজি কর কান্ড নিয়ে বর্তমানে তোলপাড় রাজ্য-রাজনীতি। দিকে দিকে এখন শুধু প্রতিবাদের ঝড়। তবে এবার সেই ঝড় আছড়ে পড়ল কলকাতা পুরসভায় (Kolkata Municipal Corporation)। আর সেই বিক্ষোভের চিত্র ফুটে উঠল ঠিক পুরসভার অধিবেশন চলাকালীন। শুক্রবার অর্থাৎ ৩০ অগাস্ট পুর অধিবেশনের শুরুতেই ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে শুরু করেন কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক থেকে শুরু করে সিপিএম কাউন্সিলর নন্দিতা রায়।

এরপর পুরসভায় শোকপ্রস্তাব পাঠ করার পাশাপাশি বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, বিজয় ওঝার দাবি মেনে নীরবতাও পালন করা হয়। পুর অধিবেশনে আরজি কর নিয়ে কোন শোকপ্রস্তাব না থাকায় বিক্ষোভ দেখিয়ে অধিবেশন বন্ধ করার দাবি তোলে বিজেপি কাউন্সিলররা। এ বিষয়ে পদ্ম শিবিরের কাউন্সিলরদের দাবি, “আজকের পুরসভার অধিবেশন আর জি করের নিহত মেয়েটির কথা ভেবে মুলতুবি করতে হবে।”

   

তবে বাম ও কংগ্রেস অধিবেশন থেকে ওয়াকআউট না করলেও শেষ পর্যন্ত বিজেপি এই অধিবেশন থেকে বেরিয়ে যায়। তবে এদিন বিজেপি কাউন্সিলরের যুক্তি মানতে চাননি মেয়র ফিরহাদ হাকিম। আর তাই সেখানে পদ্ম শিবিরকে পাল্টা তোপ দাগেন তিনি। বিজেপি বিক্ষোভে কলকাতা পুরসভায় এদিন অধিবেশনে সমগ্রটাই উত্তেজনা দেখা যায়।

প্রসঙ্গত, এদিকে অ্যাক্টিং চেয়ারপার্সন অরূপ চক্রবর্তী বলেছেন, “আর জি করের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। সর্বোচ্চ আদালতের নজরদারিতে সিবিআই এই ঘটনার তদন্ত করছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। কোনওভাবেই নাগরিক পরিষেবা বন্ধ থাকতে পারে না। সাধারণ মানুষের জন্য জল, আলো, রাস্তার বন্দোবস্ত করতে বদ্ধ পরিকর কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)।”

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular