Recruitment Corruption: জেলে পার্থ কী বলেছেন কুন্তলকে? বিস্ফোরক তথ্য পেল ইডি

জেলে মুখোমুখি বসে নিয়োগ দুর্নীতির (Recruitment Corruption) অন্যতম অভিযুক্ত প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay) এমন কিছু বলেছেন তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষকে (Kuntal Ghosh)

Partha Chattopadhyay

জেলে মুখোমুখি বসে নিয়োগ দুর্নীতির (Recruitment Corruption) অন্যতম অভিযুক্ত প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay) এমন কিছু বলেছেন তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষকে (Kuntal Ghosh) যা রীতিমতো হাতিয়ার ইডির কাছে। শিক্ষা দফতরের নিয়োগ দুর্নীতিতে কালো টাকার পাহাড় তৈরি করা পার্থ ও কুন্তলের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে সূত্র পেল ইডি।

Advertisements

পার্থ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। ইডিকে কুন্তল জানিয়েছে, জেলের মধ্যেই পার্থ চট্টোপাধ্যায় জিজ্ঞেস করেন, কেন তুমি আমার নাম নিয়েছ? তুমিই কি আমায় টাকা দিয়েছ?

Advertisements

ইডি সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে এই বক্তব্য ইডির কাছে তুলে ধরেছেন যুব তৃণমূলের সম্পাদক কুন্তল ঘোষ। পুরোটাই বয়ানের আকারে নেওয়া হয়েছে। সূত্রের খবর, ইডির তরফে এই সমস্ত বক্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পেশ করতে চলেছে ইডি। এতে থাকছে, পার্থ চট্টোপাধ্যায় অন্য অভিযুক্তদের ওপর প্রভাব খাটাতে চাইছে।

নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে কুন্তল ঘোষের নাম উঠে আসে। তাপসের দাবি ছিল, কুন্তল তাঁর কাছ থেকে টাকা নিয়েছে। আবার কুন্তলের বক্তব্য ছিল, সে সমস্ত টাকা দিয়েছে গোপাল দলপতিকে। গোপাল স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম উল্লেখ করেও চাঞ্চল্য ফেলে দিয়েছে কুন্তল। যা নিয়ে শোরগোল রাজ্য রাজনীতিতেও।