
Recruitment Corruption: সোশ্যাল মিডিয়ায় ভরে গেছে হৈমন্তীর (Haimanti Ganguly) একের পর এক উত্তেজক ছবিতে। তবে সেসব ছাপিয়ে প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক মদন মিত্রের সাথে হৈমন্তীর ঘনিষ্ঠ ছবিতে তীব্র বিতর্ক। চাপে পড়ে মদন মিত্রের সাফাই, তিনি হৈমন্তী গঙ্গোপাধ্যায় বলে কাউকে চেনেন না। অনেক নারী আমার সাথে সেলফি তোলেন।

মদন নিত্রের সাফাইয়ের পরেও বিতর্ক প্রবল। মনে করা হচ্ছে নিখোঁজ হৈমন্তী কোনও এক প্রভাবশালীর মদত নিয়ে আত্মগোপনে আছে। এদিকে নিয়োগ দুর্নীতির তদন্তে উঠে এসেছে মডেল হৈমন্তীর কাছে আছে বিপুল টাকার হদিস।
শিক্ষা দফতরে নিয়োগ দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার তৃণমূল নেতা কুন্তল ঘোষ দাবি করেছিলেন, সব টাকা গোপাল দলপতি এবং তাঁর স্ত্রী হৈমন্তীর কাছে রয়েছে। দুজনেই বেপাত্তা।

হাওড়ার বাকসাড়ায় পৈতৃক ভিটে রয়েছে হৈমন্তীর। যদিও পরিবারের দাবি দীর্ঘ সময় ধরে মেয়ের সঙ্গে যোগাযোগ নেই। হৈমন্তীর নামে একটি কোম্পানির খোঁজ মিলেছে। যেখানে নমিনি হিসাবে রয়েছে গোপাল দলপতির নাম।
হৈমন্তীর টালিগঞ্জের একটি ফ্ল্যাটের হদিশ মিলেছে। সেখানকার স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, মাঝে মাঝে ফ্ল্যাটে আসতেন হৈমন্তী। সেখানে যাতায়ত ছিল গোপাল দলপতির।










