শেষ কি হতে চলেছে গরমের ঝোড়ো ব্যাটিং, কী বলল হাওয়া অফিস

রবিবার রাত থেকেই ঘূর্ণিঝড় তার লীলাখেলা দেখাতে শুরু করেছে। ইতিমধ্যেই সারা রাজ্য জুড়ে তীব্র বৃষ্টি শুরু হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, সারা রাজ্য জুড়ে রুমেলের দাপটে ছয় জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দিয়েছেন। তবে এই দুর্যোগের মধ্যে খুশির খবর শোনাল হাওয়া অফিস। ভারতীয় আবহাওয়া বিভাগের প্রধান, মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, তাপপ্রবাহের শেষ হতে চলেছে। দুয়ারে বর্ষা।  আবহাওয়া বিভাগের মতে, আসন্ন বর্ষার মরসুমে, সারা দেশে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে চলেছে।

একটি সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত খবরের সূত্র ধরে জানা গিয়েছে মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, “দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে, এবার, সারা দেশে দীর্ঘ সময়ের গড় বৃষ্টিপাতের ১০৬ শতাংশ বৃষ্টি হতে পারে। তাই, সামগ্রিকভাবে আসন্ন বর্ষায় দেশে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে।” আবহাওয়া বিভাগের প্রধান আরও জানিয়েছেন, অগস্ট-সেপ্টেম্বরের মধ্যে আবহাওয়ার ‘লা নিনা’ অবস্থা দেখা দিতে পারে। এই আবহাওয়া অবস্থাটি বর্ষার অনুকূল। তাই, আগেই এই বছর স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে বলে, পূর্বাভাস ছিল।”

   

আরও জানা গিয়েছে ৩০ মে থেকেই ভারত জুড়ে তাপপ্রবাহ কমে যাবে। তবে, আগামী তিন দিন উত্তর-পশ্চিম ভারতের জন্য তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এর আগেই দিল্লি এবং রাজস্থানের জন্য সতর্কতা জারি করেছিল আবহাওয়া অফিস। তবে এদিকের রেমালের প্রভাবে, বাংলায় সোমবারের পর মঙ্গলবারও ভারী বৃষ্টিপাত হতে পারে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন