HomeWest BengalKolkata Cityভোট শেষে মমতার 'খেলা শুরু'! ডিজির পদে রাজীব কুমার

ভোট শেষে মমতার ‘খেলা শুরু’! ডিজির পদে রাজীব কুমার

- Advertisement -

ভোট মিটতেই মমতা ঘনিষ্ঠ রাজীব কুমারকে আবার ডিজি পদে ফিরিয়ে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমান ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়কে পাঠানো হল দমকলে। আগে থেকে বিভিন্ন মহলে হাওয়ায় ভাসছিল রাজীব কুমারের নাম, এইবার সেই নামেই পড়ল শিলমোহর।

রেলের বড় ঘোষণা, বাংলার লাখ লাখ শিবভক্তের জন্য বিরাট সুখবর

   

ভোটের আগে পুলিশ প্রশাসনিক পদ থেকে তাঁকে সরিয়ে ছিল নির্বাচন কমিশন। কিন্তু ভোট মিটতেই এবার ফের স্বমহিমায় ফিরলেন এই দুঁদে পুলিশকর্তা। অতীতে ২০১৯ এ রাজীব কুমারকে অপসারন করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তারপর তাঁর বাসভবনে সিবিআইয়ের হানা ‘রক্তচাপ’ বাড়িয়েছিল রাজ্য প্রশাসনের। সেই সময় আচমকাই বেপাত্তা হয়ে পড়েন রাজ্যে পুলিশের এই প্রাক্তণ ডিজি।

TMC: পাশাপাশি বসে দায় সারলেন সৌগত এবং মদন! দোষ চাপালেন পুলিশের ঘাড়ে

তাঁকে খুঁজতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা। তখন রাজীব কুমারকে রক্ষা করতেই অনশনে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় ওয়াই চ্যানেলে দলীয় নেতৃত্বদের নিয়ে অনশনে বসেন। রাতভর চলে সেই অনশন।

‘আবেদন’ই করেননি! জল-শোভনের জয়েনিং জল্পনা খারিজ তৃণমূল মুখপাত্রের?

কেন্দ্র-রাজ্যের সংঘাতে বরাবরই রাজীব কুমারকে নিয়ে দড়ি টানাটানি চলেছে। ভোটকে কেন্দ্র করে পুলিশি রদবদলের ক্ষেত্রে এই দুই পক্ষের টানাপোড়েন আগামীদিনেও চলবে বলেই দাবি প্রশাসনিক কর্তাদের একাংশের। তবে এবার রাজীব কুমারকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনিকস্তরে কী কী নয়া পদক্ষেপ নেয় সেটাই দেখার।

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular