Rainfall: কিছুক্ষণের মধ্যে শুরু হবে প্রাক-বর্ষার বৃষ্টি! ১০ জেলায় সতর্কতা জারি

South Bengal Monsoon

আর মাত্র কয়েক ঘণ্টা, তারপরেই কলকাতা শহর সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তীব্র বৃষ্টি (Rainfall) ধেয়ে আসছে। জায়গায় লাল থেকে শুরু করে কমলা, হলুদ সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বুলেটিন জারি করে আলিপুর আবহাওয়া দফতর জানালো যে, এবার প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে।

আজ মঙ্গলবার অর্থাৎ সপ্তাহের দ্বিতীয় দিন থেকেই বদলে যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া। বাদ যাবে না উত্তরবঙ্গ-ও। আজ যেমন প্রথমেই আসা যাক কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। আজ ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, কলকাতা, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম,পশ্চিম মেদিনীপুর, হুগলীতে। বইবে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।

   

এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ৩০ থেকে ৪০ কিমি বেগে হাওয়া। যদিও উষ্ণ এবং আদ্র আবহাওয়া বিরাজ করবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া।

এবার আসা যাক উত্তরবঙ্গের প্রসঙ্গে, আজও আকাশ ভাঙা বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। যেমন অতি ভারী থেকে অত্যাধিক ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার জন্য। এদিকে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। এছাড়া হলুদ সতর্কতা জারি করা হয়েছে মালদহ ও দুই দিনাজপুরে। বইবে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। টানা ২১ জুন অবধি ব্যাপক বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন