HomeWest BengalKolkata CityRainfall: ধেয়ে আসছে ব্যাপক ঝড়-বৃষ্টি, ৯ জেলায় ব্যাপক দুর্যোগের আশঙ্কা

Rainfall: ধেয়ে আসছে ব্যাপক ঝড়-বৃষ্টি, ৯ জেলায় ব্যাপক দুর্যোগের আশঙ্কা

- Advertisement -

দফায় দফায় বদল ঘটছে আবহাওয়ার। বাংলাদেশের দিকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কারণে বঙ্গোপসাগর থেকে দক্ষিণা বাতাসের সঙ্গে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। আর যে কারণে বর্তমানে আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে। যদিও আজ বৃহস্পতিবারও ফের একবার জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির (Rainfall) আভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। 

 

   

বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে বাংলার আবহাওয়া নিয়ে একটি বুলেটিন জারি করা হয়েছে। এই বুলেটিন অনুযায়ী, আজ উত্তরবঙ্গের ৫ জেলায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি হল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার। 

Image

অন্যদিকে দক্ষিণবঙ্গের কথা বললে, আজ বাংলার ৪ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলি হল মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং নদীয়ায়। বাকি জেলাগুলি আজ মোটের ওপর শুকনো থাকবে। 

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular