Home West Bengal Kolkata City Rainfall: নববর্ষের আগে আজ বৃষ্টিতে কি ভিজবে বাংলা? জেনে নিন নতুন আপডেট

Rainfall: নববর্ষের আগে আজ বৃষ্টিতে কি ভিজবে বাংলা? জেনে নিন নতুন আপডেট

একদিকে যখন তীব্র তাপদাহ চলছিল তখন কিছুটা হলেও স্বস্তির বৃষ্টিতে (Rainfall) ভিজেছে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলি। এখন প্রশ্ন উঠছে আজ বুধবারও কি বাংলায় বৃষ্টি হবে? এই বিষয়ে এবার বড়সড় তথ্য দিল আলিপুর মৌসম ভবন। ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি) জানিয়েছে, শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সোমবার ৮ এপ্রিল থেকে বেশ কয়েকটি রাজ্যে পারদ সামান্য কমেছে। এদিকে বুধবার মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু এবং কেরালায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisements

আজ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা এবং সিকিমের মাঙ্গন জেলায় আজ শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পঙ, কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

   

অন্যদিকে আজ ১০ এপ্রিল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম এ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে পূর্বাভাস জারি।

অন্যদিকে দেশের অন্যান্য জায়গা যেমন মধ্যপ্রদেশের কাটনি, উমারিয়া, সিওনি, শাহদোল, বেতুল, দামোহ, জব্বলপুর, চিন্দওয়ারা, বালাঘাট, হোশাঙ্গাবাদ, নরসিংপুর, সেহোরে বৃষ্টি হতে পারে। IMD জানিয়েছে, ১৩-১৬ এপ্রিলের মধ্যে উত্তর-পশ্চিম ভারতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে আইএমডি পূর্বাভাস দিয়েছে যে এপ্রিল-জুন প্রান্তিকে দেশের বিভিন্ন অংশে স্বাভাবিক চার থেকে আট দিনের তুলনায় ১০-২০ দিন তাপপ্রবাহের দিন রেকর্ড হতে পারে।

Advertisements