HomeWest BengalKolkata Cityকালো মেঘের ঘনঘটা, কিছুক্ষণের মধ্যেই কলকাতা সহ বহু জেলায় বৃষ্টির সম্ভাবনা

কালো মেঘের ঘনঘটা, কিছুক্ষণের মধ্যেই কলকাতা সহ বহু জেলায় বৃষ্টির সম্ভাবনা

- Advertisement -

কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। যে কোনো মুহূর্তে নামতে পারে বৃষ্টি (Rainfall)। কলকাতা সহ আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের একের পর এক জেলার আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা দিয়েছে। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কালো মেঘের পরিমাণও বেড়েছে। তবে এবার সকলের আশঙ্কা সত্যি করে কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানালো হাওয়া অফিস।

ইতিমধ্যে বেশ কিছু জায়গায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। বইছে দমকা হাওয়াও। আবার অস্বস্তিকর আবহাওয়াও বজায় রয়েছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে রেমল সাইক্লোনে ছয়জনের মৃত্যু হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পারগনা জেলা, কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টি ও বজ্রপাত থেমে গেছে। তবে বানভাসির দৃশ্যটা এবারেও বাদ গেল না। কিছুক্ষণ বা সন্ধ্যের দিকে পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ কলকাতা সহ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

   

যদিও বঙ্গে ফের একবার বৃষ্টির মাত্রা বাড়বে। জেলায় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বৃষ্টির পর এবার পালা উত্তরবঙ্গের। আজ ও আগামীকাল উত্তরবঙ্গের একের পর এক জেলায় যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এছাড়া বিক্ষিপ্ত থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular