Rainfall: বৃষ্টি নিয়ে কাউন্টডাউন শুরু, ৬০ কিমি বেগে হাওয়া সহ তোলপাড় হবে বাংলা

আজ রবিবার অর্থাৎ ছুটির দিন। আর আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি (Rainfall) নিয়ে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে বঙ্গবাসীর। বিগত কিছু সময় ধরে চাতক পাখির মতো সকলে অপেক্ষা করছিলেন কবে বৃষ্টি হবে সেদিকে। তবে আর চিন্তা নেই, আজ রবিবার থেকেই কলকাতা শহর সহ সমগ্র বাংলার আবহাওয়ার বদল ঘটবে।

Advertisements

আজ থেকেই জায়গায় জায়গায় যে বৃষ্টি অনিবার্য তা জানাতে ভোলেনি আলিপুর হাওয়া অফিস। দেওয়া হয়েছে তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস। রবিবার পশ্চিমবঙ্গের সব জেলাতেই মোটের ওপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ৫ মে থেকে যে বৃষ্টি শুরু হবে তা চলবে আগামী ৮মে অবধি। এরপর ৯ মে থেকে আবার কমবে বৃষ্টিপাতের পরিমাণ। বৃষ্টির ভ্রূকুটির মধ্যেও আজ ৫ মে পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে তাপপ্রবাহের প্রবল সম্ভাবনা রয়েছে। তবে আজ দুই ২৪ পরগনা, হুগলী, হাওড়া, বর্ধমান, নদীয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে কালবৈশাখীর ভ্রূকুটি রয়েছে আজ ছুটির দিনে।

   

আগামীকাল ৬ এবং ৭ মে রাজ্যের বেশ কিছু অংশে ৪০ থেকে ৪৫ কিমি বেগে ঝড়ের আশঙ্কা রয়েছে। এর পাশাপাশি রবিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সেইসঙ্গে ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি দুই জেলা অর্থাৎ দার্জিলিং, সিকিমে বজ্রবিদ্যুৎ সহ ৩০ থেকে ৪০ কিমি বেগে হাওয়া বইবে। বাকি দুই জেলায় মালদা এবং দক্ষিণ দিনাজপুরে ভ্যাপসা গরম আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements