Rainfall: স্বস্তির বৃষ্টিতে ভিজবে বঙ্গ, জেলায় জেলায় লাল, কমলা সতর্কতা জারি

তীব্র তাপদাহে পুড়ছে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বহু জেলা। গরমে বাইরে বেরনোর কথা ভাবলেই সকলে যেন দু পা পিছিয়ে যাচ্ছেন। চলতি বছরের গরম অতীতের…

তীব্র তাপদাহে পুড়ছে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বহু জেলা। গরমে বাইরে বেরনোর কথা ভাবলেই সকলে যেন দু পা পিছিয়ে যাচ্ছেন। চলতি বছরের গরম অতীতের বহু রেকর্ড ভেঙে দিয়েছে বলে দাবি করেছেন আবহাওয়াবিদরা। যদিও আর চিন্তা নেই, কারণ অবশেষে বৃষ্টির (Rainfall) পূর্বাভাস দেওয়া হল বাংলাজুড়ে।

Advertisements

জানা গিয়েছে, চলতি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। আগামী শনিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। এরপর রবিবার ছুটির দিন থেকে আবহাওয়ার পরিবর্তন। দফায় দফায় ঝড়, বৃষ্টি চলবে। রবিবার থেকে বৃষ্টি শুরু হবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। এদিকে আগামী শনিবার অবধি চরম গরমের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার অবধি বাংলার বেশ কিছু জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এই জেলাগুলি হল বীরভূম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং দুই বর্ধমান।

Advertisements

এর পাশাপাশি কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগণা। অন্যদিকে আজ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে। এই জেলাগুলি হল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। বজ্রবিদ্যুৎ সহ ৩০ থেকে ৪০ কিমি বেগে হাওয়াও বইবে। এদিকে গরম নিয়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে।