HomeWest BengalKolkata CityRain Alert: বাইরে আছেন? কয়েক ঘণ্টার মধ্যে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

Rain Alert: বাইরে আছেন? কয়েক ঘণ্টার মধ্যে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

- Advertisement -

আর মাত্র কিছুক্ষণ, তারপরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড়-বৃষ্টি (Rain Alert) ধেয়ে আসছে। আলিপুর আবহাওয়া সূত্রে অন্তত এমনটাই জানা যাচ্ছে। আপনিও কি বাড়ির বাইরে আছে? ছাতা সঙ্গে আছে তো? না থাকলে কিন্তু বিপদে পড়বেন।

আজ বুধবার সকাল থেকে মেঘ রোদের লুকোচুরি খেলা চলছে। গরমটাও এক ধাক্কায় অনেকটাই কম রয়েছে। আজ গোটা দক্ষিণবঙ্গের আকাশ সকাল থেকেই মেঘলা হয়ে রয়েছে। তবে চিন্তা নেই, গত দুদিনের মতো আজও আগামী কয়েক ঘণ্টার মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই কম রয়েছে। কালবৈশাখীর সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

   

আজ বুধবার মূলত মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে বেশ কিছু জায়গায়। দীর্ঘ প্রায় ২৪ দিন ধরে চলা এই অতি ভয়ংকর তাপপ্রবাহের পর গত দুদিন ধরে স্বস্তির বৃষ্টিতে ভিজছে বাংলা। এদিন মুর্শিদাবাদ ছাড়াও ঝাড়গ্রাম, মালদা, নদিয়া, বীরভূম ও দক্ষিণ ২৪ পরগনায় দমকা হাওয়ার সম্ভাবনা।

উত্তরবঙ্গের কথা বললে, মালদা ও দুই দিনাজপুরে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে সেইসঙ্গে ভারী বৃষ্টির ভ্রুকুটিও তৈরি হয়েছে।

 

 

 

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular