Rain Alert: কলকাতায় সর্বোচ্চ রেকর্ড ৪৩ ডিগ্রি, রবিবার থেকে বৃষ্টির আশঙ্কা বাংলায়

weather

 

Advertisements

অবশেষে বৃষ্টি (Rain Alert) নিয়ে বাংলার উদ্দেশ্যে সুখবর শোনালো আলিপুর আবহাওয়া অফিস। আগামী রবিবার থেকে বদল ঘটবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার। বৃষ্টি সেইসঙ্গে দমকা হাওয়ার সাক্ষী থাকতে চলেছে সমগ্র বাংলা বলে খবর।

   

আজ মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন গরম ও শুষ্ক আবহাওয়া বাংলাজুড়ে বিরাজ করবে বলে খবর। যদিও এই রবিবার উপকূল সহ ৬ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে সোমবার থেকে সমগ্র বাংলাজুড়ে ঝড় ও বৃষ্টির পূর্বাভাস জারি করা হল আলিপুরের তরফে। কমবে তাপমাত্রাও।

Advertisements

আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, আগামী ৫ মে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে। যদিও সোমবার ও মঙ্গলবার থেকে বৃষ্টির মাত্রা আরও বাড়বে বলে খবর। এদিকে আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়বে বলে খবর। বুধ ও বৃহস্পতিবার উত্তরের ৫ জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গী হবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া।