Special Trains: কলকাতা থেকে ২ টো স্পেশাল ট্রেনের সময়সীমা বাড়ল

গরমের সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতেই এই সিদ্ধান্ত

Indian Railways' Big Announcement: 365 Special Trains to Run for Puri Jagannath Rath Yatra 2025
Indian Railways' Big Announcement: 365 Special Trains to Run for Puri Jagannath Rath Yatra 2025

ভারতীয় রেলের পক্ষ থেকে দুটি স্পেশাল ট্রেনের সময়সীমে বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে দুই ট্রেনের সময়সীমে বাড়ানো হল সেগুলি হল – গুয়াহাটি-কলকাতা স্পেশাল এবং আগরতলা-কলকাতা স্পেশাল। গরমের সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

(০২৫১৮/০২৫১৭) গুয়াহাটি-কলকাতা-গুয়াহাটি স্পেশাল এবং (০২৫০২/০২৫০১) আগরতলা-কলকাতা-আগরতলা স্পেশাল চালানোর সিদ্ধান্ত নিয়েছে৷

   

গুয়াহাটি-কলকাতা স্পেশাল ২০ মে থেকে ৮ আগষ্ট পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। এই ট্রেন প্রতি শনিবার গুয়াহাটি থেকে ছেড়ে যাবে। কলকাতা-গুয়াহাটি স্পেশাল প্রতি বৃহস্পতিবার কলকাতা থেকে ছাড়বে। আগরতলা-কলকাতা স্পেশাল ১৭ মে থেকে ৫ জুলাই পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। প্রতি বুধবার আগরতলা ছেড়ে যাবে।

রেলের তরফে এই ট্রেন দুটির বুকিং –এর সময়সীমাও বাড়ানো হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন