HomeWest BengalKolkata CityLocal Train : লোকাল ট্রেনের ক্ষেত্রে আমূল পরিবর্তন! হাসি ফুটতে চলেছে অফিস...

Local Train : লোকাল ট্রেনের ক্ষেত্রে আমূল পরিবর্তন! হাসি ফুটতে চলেছে অফিস যাত্রীদের

- Advertisement -

ইন্টারলকিংয়ের কাজ শেষ হলে প্রতিদিন চলাচল করতে পারবে ৩৬৪ টি লোকাল ট্রেন। আরও উন্নত হবে সিগন্যালিং ব্যবস্থা, বাড়বে ট্রেনের ……

এই খবরে খুশির সঞ্চার করতে চলেছে ট্রেনযাত্রীদের। বিশেষ করে প্রত্যেকদিন সকালে হাতে লাঞ্চবক্স আর পিঠে ভারি ব্যাগ নিয়ে ভিড়ে ঠাসা অফিস যাত্রীদের। কারণ লোকাল ট্রেনের ক্ষেত্রে যে আমূল পরিবর্তন আসছে। বাড়ছে ট্রেনের গতি। এমনকি ট্রেনের সংখ্যাও।

   

ভালো কিছু পেতে গেলে কিছু কষ্ট তো সহ্য করতে হয় সকলকেই। যা করতে হবে রবিবার ও সোমবার শিয়ালদহ ও হাওড়া শাখাতে নিত্য যাত্রীদের। রেল সূত্রে খবর এই দুই শাখায় আজ ও কাল বাতিল থাকবে অন্তত ১৫০ টির বেশি ট্রেন। ১৪৩টি লোকাল ট্রেন বাতিল হয়েছে শিয়ালদা শাখায়। বাতিল হয়েছে হাওড়া-বর্ধমান শাখায়।

শতাধিক ট্রেন বাতিলের জেরে এই দুদিন হাওড়া ও শিয়ালদা শাখার যাত্রীরা যে চরম দুর্ভোগের সম্মুখীন হতে চলেছেন তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে রবিবার সরকারি চাকরির পরীক্ষা আছে। সব দিক বিবেচনা করে মেট্রো রেল গাড়ির সংখ্যা বাড়িয়েছে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন, দৈনিক ২৪৪ টি লোকাল ট্রেন চলে শিয়ালদহ শাখার সংশ্লিষ্ট লাইনে। ইন্টারলকিংয়ের কাজ শেষ হলে প্রতিদিন চলাচল করতে পারবে ৩৬৪ টি লোকাল ট্রেন। আরো উন্নত হবে সিগন্যালিং ব্যবস্থা। বাড়বে ট্রেনের গতি।

উল্লেখ্য, প্রচুর পরিমাণ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে ১৬ মার্চ রাত ১২ টা থেকে ১৮ মার্চ বিকাল ৪টে পর্যন্ত। ১৪৩ টি লোকাল ট্রেন বাতিল হয়েছে শিয়ালদা শাখায়। হাওড়া শাখাতেও কিছু ট্রেন বাতিল হয়েছে। বিষয়টি নিয়ে রেলের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, এই সময়টাতে অন্য পথে চালানো হবে ৪৬টি ট্রেন।

তিনটি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে সংশ্লিষ্ট ৫২ ঘণ্টার জন্য। বিভিন্ন কাজের জন্য সাম্প্রতিক অতীতে দফায় দফায় ট্রেন বাতিল করা হয়েছে হাওড়া-শিয়ালদহ শাখায়। কিন্তু বাংলার লোকাল ট্রেন ব্যবস্থার আমূল পরিবর্তন হতে চলেছে। এখন অপেক্ষায় নিত্যযাত্রীরা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular