দুর্গাপুজো ঘিরে উৎসবের আমেজে মেতে উঠেছে সমগ্র বাংলা। তার মধ্যেই হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachna Banerjee) নাম জড়িয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরে বিতর্ক শুরু হয়ে গিয়েছে, দাবি করা হচ্ছিল, তাঁর সংসদ এলাকায় বা অন্য কোনও অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানাতে নাকি মোটা অঙ্কের টাকা দিতে হয়। এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয় হুগলিসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে।
এই পরিস্থিতিতে নিজেই ফেসবুক পোস্ট করে স্পষ্ট বার্তা দিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, এমন কোনও কথা সম্পূর্ণ মিথ্যা। তাঁর দাবি, তিনি সংসদ সদস্য হিসেবে মানুষের পাশে থাকতে চান, মানুষের ডাকে সাড়া দিতে চান। তাই দুর্গাপুজো উপলক্ষে তাঁর এলাকায় যাঁরা তাঁকে আমন্ত্রণ করেছেন, তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং ইতিমধ্যেই দিনও ঠিক করে ফেলেছেন।
রচনা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘‘দুর্গাপূজার সময় আমার সংসদ এলাকায় যেসব পুজোর উদ্যোক্তারা আমাকে আমন্ত্রণ করেছেন, তাঁদের পুজো উদ্বোধনে আমি উপস্থিত থাকব। আগামী ২৫ এবং ২৬ তারিখ আমি তাঁদের জন্য সময় বরাদ্দ করেছি।’’ তিনি আরও লেখেন, ‘‘একটা খবর বিভিন্ন জায়গা থেকে প্রচারিত হচ্ছে যে, আমাকে কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে হলে টাকা দিতে হয়। এটা সম্পূর্ণ মিথ্যা।’’
রচনার এই পোস্ট ঘিরে হুগলির মানুষের মধ্যে স্বস্তি এসেছে। বহু মানুষ মন্তব্যে ধন্যবাদ জানিয়েছেন সাংসদকে। কেউ লিখেছেন, ‘‘মিথ্যা অপপ্রচার থেকে মুক্তি পেতে আপনার এই উদ্যোগ প্রশংসনীয়।’’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘‘আপনি মানুষের প্রতিনিধি, তাই আপনার এই খোলামেলা বক্তব্য আমরা সমর্থন করি।’’