Jadavpur University: যাদবপুরে নকশালপন্থীদের অবরোধ, নাজেহাল যাত্রীদের চাপে বিক্ষোভ উঠল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতর নকশালপন্থী সংগঠনগুলি নৈরাজ্ কায়েম করেছে বলে শাসক তৃণমূল ও বিজেপির অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের (Jadavpur Univetsity) ছাত্র স্বপ্নদীপের অস্বাভাবিক মৃত্যুর পর থেকে পরিস্থিতি আরও গরম। নকশালপন্থী সংগঠনগুলির দাবি, রাজনৈতিক চক্রান্ত চলছে। তাই প্রতিবাদে পথ অবরোধ করা হয়। শুক্রবার বিকেেলের পর থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে গুরুত্বপূর্ণ এইট বি বাস স্ট্যান্ডের কাছে অবরোধের জেরে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার। তারাও ক্ষুব্ধ।

স্বপ্নদীপের মৃত্যু কাণ্ডে যাদবপুরে পথ অবরোধে নকশালপন্থীরা। প্রথমে তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখায়। ব়্যাগিংয়ের জেরে প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর প্রতিবাদে ছাত্রছাত্রীরা মিলে প্রতিবাদ মিছিল করে। বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে তারা এই মিছিল শুরু করে পথ অবরোধ করেন। ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। এরপর নিত্য যাত্রীদের চাপে পড়ে পথ অবরোধ তুলে নিতে বাধ্য হয় অবরোধকারীরা।

   

অবরোধকারী এক ছাত্র জানিয়েছে, গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটের সামনে বিজেপির নেতা কর্মীরা অবস্থান বিক্ষোভে বসেন। সেই সময় বিশ্ববিদ্যালয়ে নকশালপন্থীরা কালো পতাকা দেখালে তাদের উপর বিজেপির হামলা চলে। যারা হামলা করে তারা তো গ্রেফতার হয় না বরং যাদের উপর হামলা চলে তারাই গ্রেফতার হয়। তাই ব়্যাগিং মুক্ত বিশ্ববিদ্যালয় করতে হবে গঠন করতে হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন