লোকসভা নির্বাচনের আগে বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি: আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দল তাদের খুঁটি সাজাতে ব্যস্ত৷ যদিও এরাজ্যে রাজ্য-রাজনীতি এখন উত্তপ্ত৷ সন্দেশখালিতে যাওয়ার পথে আক্রান্ত হয়েছিলেন বিজেপি নেতা-কর্মীরা৷…

নয়াদিল্লি: আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দল তাদের খুঁটি সাজাতে ব্যস্ত৷ যদিও এরাজ্যে রাজ্য-রাজনীতি এখন উত্তপ্ত৷ সন্দেশখালিতে যাওয়ার পথে আক্রান্ত হয়েছিলেন বিজেপি নেতা-কর্মীরা৷ শেখ শাহজাহান ও তাঁর সাগরেদদের ধরার দাবিতে পথে নেমে প্রতিবাদ জানান সন্দেশখালির মহিলারাও৷ অবশেষে গত সপ্তাহে শাহজাহানের সাগরেদ উত্তম সর্দারকে গ্রেফতার করে পুলিশ৷

Advertisements

এই পরিস্থতিতে বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সূত্রের খবর, আগামী ৭ মার্চ বাংলায় আসবেন নমো৷ শুধু তাই নয়, উত্তর ২৪ পরগনার বারাসতে প্রধানমন্ত্রী জনসভা করবেন৷ এই সময়ে সময় প্রধানমন্ত্রীর বারাসতে জনসভা বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছে রাজনৈতিক মহল৷

Advertisements

প্রসঙ্গত, সন্দেশখালিতে মহিলাদের ধর্ষণের অভিযোগ রয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। যদিও ৪৪ থেকে ৪৫ দিন কেটে গেলেও তাঁর কোনো খোঁজ নেই। এদিকে এই অভিযোগ ওঠার পর থেকে নিখোঁজ তৃণমূল কংগ্রেসের এক ব্লক সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শনিবার শিবুপ্রসাদ হাজরাকে গ্রেফতার করা হয়েছে এবং ধর্ষণের বিভিন্ন ধারা এফআইআরে যুক্ত করা হয়েছে।