“নৈশভোজ আমন্ত্রণে সাড়া না দিতে পারতেন মমতা” চড়া সুর অধীরের

কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী রবিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়াদিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত জি ২০ নৈশভোজে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। অধীর চৌধুরী, রাজ্য কংগ্রেসের সভাপতি, ভাবছেন যে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য “অন্য কোনো কারণ” ছিল কিনা।

অধীর চৌধুরী বলেন,” তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) নৈশভোজে অংশ না নিলে কিছুই হত না। আকাশ ভেঙে পড়ত না। মহাভারত অপবিত্র হয়ে উঠত না। কুরান অপবিত্র হতো না”। অধীর চৌধুরী এও বলেন, “রাতের খাবার টেবিলে বাংলার মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশে বসে ছিলেন!”

   

উল্লেখ্য,শুক্রবার দিল্লিতে গিয়েছিলেন মমতা ব্যানার্জি, পরের দিন ডিনার পার্টি ছিল। অধীর চৌধুরী বলেন, “দেশের অনেক মুখ্যমন্ত্রী নৈশভোজের আমন্ত্রণ বর্জন করেছেন। সংসদে বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খাড়গেকে নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়নি।”

"নৈশভোজ আমন্ত্রণে সাড়া না দিতে পারতেন মমতা" চড়া সুর অধীরের

তৃণমূলের রাজ্যসভার সাংসদ সান্তনু সেন অধীরের মন্তব্যের পাল্টা বলেন, “চৌধুরী সিদ্ধান্ত নেবেন না যে রাজ্যের মুখ্যমন্ত্রী কখন প্রোটোকলের অংশ হিসাবে জি ২০ উপলক্ষে একটি নৈশভোজে যোগ দিতে যাবেন”।

উল্লেখ্য, বিহারের নীতিশ কুমার, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন এবং পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলগুলির রাজ্য নেতারা যারা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এদিকে, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, রাজস্থানের অশোক গেহলট, ওড়িশার নবীন পট্টনায়েক এবং দিল্লির অরবিন্দ কেজরিওয়াল বিরোধী দলগুলির নেতাদের মধ্যে ছিলেন যারা অনুষ্ঠানে যোগ দেননি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন