বহুতলে বুথ নিয়ে বড় আপডেট কমিশনের

কলকাতা: আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন (polling booths)কমিশনের তরফে একটি বড় আপডেট এল আবাসনের বুথ নিয়ে। দীর্ঘদিনের জল্পনা এবং আবাসনবাসীদের দাবির পর অবশেষে…

polling-booths-housing-complexes-west-bengal-2026

কলকাতা: আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন (polling booths)কমিশনের তরফে একটি বড় আপডেট এল আবাসনের বুথ নিয়ে। দীর্ঘদিনের জল্পনা এবং আবাসনবাসীদের দাবির পর অবশেষে সিদ্ধান্ত নেওয়া হল যে, শতাধিক বহুতল আবাসনে নির্বাচনী বুথ তৈরি করা হবে। এই সিদ্ধান্তে খুশি শহর ও শহরতলির লক্ষ লক্ষ আবাসনবাসী। বয়স্ক, অসুস্থ এবং কর্মব্যস্ত মানুষদের জন্য ভোটদান এবার অনেক সহজ হয়ে যাবে বলে মনে করছেন তাঁরা।

Advertisements

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এই বুথগুলি সাধারণ বুথের মতোই হবে ইভিএম, ভিভিপ্যাট সহ সমস্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং সিসিটিভি কভারেজের আওতায় থাকবে।পশ্চিমবঙ্গে গত কয়েক বছরে আবাসন সংস্কৃতি দ্রুত বেড়েছে। কলকাতা, নিউটাউন, রাজারহাট, নরেন্দ্রপুর, বারাসত সহ বিভিন্ন এলাকায় হাজার হাজার ফ্ল্যাটের বহুতল গড়ে উঠেছে।

   

নতুন বছরে রেলের টাইম টেবিল বদল, কমছে ট্রেন যাত্রা সময়

এই আবাসনগুলিতে বাস করেন লক্ষ লক্ষ মানুষ, যাঁদের অনেকেরই ভোটকেন্দ্র দূরে পড়ে। গরম, বৃষ্টি কিংবা শারীরিক অসুবিধায় অনেকে ভোট দিতে যান না। ২০২১ বিধানসভা নির্বাচন এবং তারপরের পঞ্চায়েত ও লোকসভা ভোটে এই সমস্যা স্পষ্ট হয়ে ওঠে। আবাসনবাসীরা দাবি তুলেছিলেন যে, বড় বড় কমপ্লেক্সের ভিতরেই বুথ তৈরি করা হোক। বিভিন্ন আবাসন সমিতি নির্বাচন কমিশনের কাছে আবেদনও জমা দিয়েছিল।

অবশেষে সেই দাবি মেনে নিয়ে কমিশন সিদ্ধান্ত নিল যে, যেসব আবাসনে অন্তত ১,০০০-১,৫০০ ভোটার রয়েছেন, সেখানে আলাদা বুথ তৈরি করা হবে। প্রাথমিকভাবে শতাধিক আবাসনকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কলকাতা ও আশপাশের জেলায় এই সংখ্যা আরও বাড়তে পারে বলে কমিশন সূত্রের খবর।

এই বুথগুলি আবাসনের কমিউনিটি হল বা খোলা জায়গায় তৈরি হবে। আবাসন কর্তৃপক্ষকে জায়গা দিতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কমিশনের তরফে জানানো হয়েছে, এই বুথগুলি সম্পূর্ণ নিরপেক্ষভাবে পরিচালিত হবে এবং কোনও রাজনৈতিক প্রভাব থাকবে না।

নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, ভোটারদের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের অন্যান্য রাজ্যেও বড় আবাসনে বুথ তৈরির নজির রয়েছে। পশ্চিমবঙ্গে এবারই প্রথম এত বড় স্কেলে এই ব্যবস্থা করা হচ্ছে। তালিকা চূড়ান্ত করার জন্য জেলা নির্বাচন আধিকারিকদের সঙ্গে আলোচনা চলছে। যেসব আবাসনে পর্যাপ্ত জায়গা এবং নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, সেগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া বুথগুলিতে মহিলা এবং প্রতিবন্ধী ভোটারদের জন্য আলাদা সুবিধা রাখা হবে।

Advertisements