HomeWest BengalKolkata Cityমহুয়া মৈত্রর মন্তব্যে ক্ষুব্ধ মতুয়া মহল, পুলিশের দ্বারস্থ সংগঠন

মহুয়া মৈত্রর মন্তব্যে ক্ষুব্ধ মতুয়া মহল, পুলিশের দ্বারস্থ সংগঠন

- Advertisement -

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি মতুয়াদের নিয়ে তাঁর এক মন্তব্যকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরে এবং রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। কাঠের মালা প্রসঙ্গে মহুয়া মৈত্রর কটাক্ষমূলক মন্তব্যের অভিযোগ এনে মতুয়া সমাজের একাংশ কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

মতুয়াদের ক্ষোভের কারণ

   

মতুয়া সম্প্রদায়ের দাবি, মহুয়া মৈত্র একটি জনসভায় মতুয়াদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন। বিশেষ করে কাঠের মালা প্রসঙ্গে তাঁর মন্তব্য তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।

মতুয়া মহলের বক্তব্য:

“আমরা আমাদের বিশ্বাসের প্রতীক হিসেবে কাঠের মালা পরি। এটি আমাদের ধর্মীয় পরিচয় ও সংস্কৃতির অংশ। কিন্তু মহুয়া মৈত্র কটাক্ষ করে আমাদের আঘাত করেছেন।”এই অভিযোগ ঘিরে মতুয়া সমাজের মধ্যে ক্ষোভ তীব্র আকার ধারণ করেছে।

কল্যাণী থানায় অভিযোগ দায়ের

আগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে, যদি মহুয়া মৈত্র তাঁর মন্তব্য প্রত্যাহার না করেন তবে আইনি পদক্ষেপ নেওয়া হবে। সেই মতোই মতুয়া সংগঠনের একাংশ কল্যাণী থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে:

মহুয়া মৈত্রর মন্তব্য মতুয়া সমাজের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে আঘাত হেনেছে।

 তাঁর এই মন্তব্য বিভাজন সৃষ্টির চেষ্টা করছে।

রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া

বিজেপি ইতিমধ্যেই মহুয়ার মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগছে।

বিজেপি নেতাদের দাবি, “মতুয়াদের অবমাননা করে তৃণমূল আসল চরিত্র দেখিয়ে দিল।”

 অন্যদিকে, কংগ্রেস এবং সিপিএমও এই ইস্যুতে তৃণমূলের সমালোচনা শুরু করেছে।

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular