HomeWest BengalKolkata Cityস্বপ্নদ্বীপের মৃত্যুর ঘটনায় এবার হোস্টেলের রাঁধুনী সহ সাত জনকে তলব পুলিশের

স্বপ্নদ্বীপের মৃত্যুর ঘটনায় এবার হোস্টেলের রাঁধুনী সহ সাত জনকে তলব পুলিশের

- Advertisement -

স্বপ্নদীপের মৃত্যুর পর থেকে একের পর এক অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র মৃত্যুর ঘটনায় রাঁধুনী সহ ক্যান্টিনের ৭ কর্মীকে জিজ্ঞাসা বাদের জন্য থানায় তলব। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলে রাধুনী থেকে শুরু করে ক্যান্টিনের অন্যান্য কর্মীরা হোস্টেলে থাকে। তাই তারা বিশ্ববিদ্যালয়ের খুঁটিনাটি অনেক বিষয় জেনে থাকবে। এবং ৯ তারিখ ছাত্র-মৃত্যু বিষয় তারা কিছু জানেন কিনা এই নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

স্বপ্নদীপের মৃত্যুর পর থেকে যাদবপুর হোস্টেলের মধ্যেই নতুন ছাত্রদের যেহেতু র‍্যাগিং করা হতো বলে অভিযোগ উঠছে। তারপর থেকেই গ্রেফতার হয়েছে ১২ জন বর্তমান ও প্রাক্তন ছাত্র সহ পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার এক। পুলিশ এগিয়ে চলেছে তদন্তের গতি। তাই এবার হোস্টেলের বিষয়ে তথা র‍্যাগিং বিষয় জানতে হোস্টেলের রাঁধুনী সহ অন্যান্য সাত জন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

   

গতকাল পুলিশের পরে অভ্যন্তরীণ তদন্ত কমিটি ফেসবুকে ভাইরাল হওয়া ছাত্র অরিত্র মজুমদার তথা আলুকে তলব করে। এবং তাকে বেশ কয়েক ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরে আজ ফের ক্যান্টিন সদস্যদের তলব পুলিশের।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular