HomeWest BengalKolkata CityBirbhum:'পরকীয়া' থামাতে গিয়ে প্রহৃত পুলিশ, জখম ১০

Birbhum:’পরকীয়া’ থামাতে গিয়ে প্রহৃত পুলিশ, জখম ১০

- Advertisement -

এক পারিবারিক ঝামেলার অশান্ মেটাতে গিয়ে প্রহৃত পুলিশ। স্থানীয় সূত্রে খবর, একটি পরিবারের অন্য একটি পরিবারের পরকীয়া নিয়ে বিবাদের দরুন ঝামেলার সৃষ্টি হয়েছিল। সেই ঝামেলার সমাধান করতে গিয়েই পুলিশ কর্মীরা প্রহৃত হয়েছেন বলে খবর। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার পাথাই গ্রামে।

জানা গিয়েছে যে মল্লারপুর থানার পাথাই গ্রামের মাল পাড়ায় আট দিন আগে পল্লবীর সঙ্গে বিয়ে হয় প্রদ্যুত মালের। তার পরেও তিনি পাশের পাড়ার বাসিন্দা মায়া মালকে বিয়ে করতে চান। মায়া মালের অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, সোমবার টোটোতে করে বাড়ি ফেরার পথে তিনি মায়াকে কুপ্রস্তাব দেন। এই ঘটনা মায়া তাঁর স্বামীকে নিয়ে বিষয়টির মীমাংসা করতে প্রদ্যুতের বাড়ি যান। সেখানে প্রদ্যুতকে সপাটে চড় মারেন মায়া।

   

কিন্তু এই ঘটনার পরে বৃহস্পতিবার সকালে মায়ার বাড়িতে হাজির হয় প্রদ্যুতের লোকজন। হাজির হয় পুলিশও। দুপক্ষকে থামাতে গেলে গ্রামবাসীরা পুলিশের উপর চড়াও হয়। তাতে তিন এএসআই, ৪ কনস্টেবল জখম হন। একজনের মাথা ফাটে। দুজনের হাতে কোমরে গুরুতর চোট লাগে। তিন গ্রামবাসীও জখম হন। তাঁদের মল্লারপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে যে এএসআই জগন্নাথ ঘোষের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার পর থেকে ঘর ছাড়া প্রদ্যুত।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular