BJP:ভোটের আগে অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে দায়ের হল এফআইআর

agnimitra paul

ভোটের মুখে মেদিনীপুরের BJP প্রার্থী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে এফআইআয়ের দায়ের করল কোতয়ালি থানার পুলিশ। বুধবার অগ্নিমিত্রা পাল এক পুলিশ আধিকারিকের সঙ্গে বাক্য বিনিময়ে জড়িয়েছিলেন। উত্তরবঙ্গে রামনবমী নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে গতকাল মেদিনীপুর শহরের কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করতে যান অগ্নিমিত্রা। সেই সময় পুলিশ আধিকারিক তাঁকে অপেক্ষা করতে বলায় তিনি পুলিশকে হুঁশিয়ারি দেন এবং অভিযোগ না দেওয়ার জন্য বিরুদ্ধে সরব হন।

এই মর্মেই কর্তব্যরত সরকারি কর্মীকে কাজে বাধা, হুমকি, জোরপূর্বক আটকে রাখা, হেনস্থা করা, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু হয়েছে পুলিশ। অগ্নিমিত্রা পাল সহ ১৬জন বিজেপি নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রজু করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে জানা গিয়েছে, রাম নবমী উপলক্ষ্যে কোতয়ালি থানার আইসি সহ অধিকাংশ পুলিশ আধিকারিক ব্যস্ত ছিলেন। সেইসময় থানার গেটে তালা ঝুলিয়ে দেওয়া এবং কর্তব্যরত পুলিশ কর্মীকে বাধা দেওয়া অপরাধমূলক ষড়যন্ত্র বলেই মনে করা হচ্ছে।

   

প্রসঙ্গত বুধাবার দিন অগ্নিমিত্রা পাল পুলিশ আধিকারিকে বলেন,” আপনি আপনার কাজ করছেন। এফআইআর রিসিভ করুন। আপনারা দেখুন, পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন। একজন বিধায়িকা এসে অভিযোগ করছে, অভিযোগ নিচ্ছে না এই পুলিশ অফিসার। বলছে আমি অভিযোগ নিতে পারব না। কেন নিতে পারবেন না? কেন নিতে পারবেন না?” এর পরে থানার গেটে তালা ঝুলিয়ে বিজেপি প্রায় আধ ঘণ্টা বিক্ষোভ দেখায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এফআয়আর দায়ের হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন