
কলকাতা: SIR বা ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া প্রায় শেষের মুখে (Twaha Siddiqui)। বিধানসভা নির্বাচনের দামামাও বেজে গিয়েছে। হাতে আর মাত্র একটি মাস। ঠিক সেই কারণেই এই নির্বাচন ঘিরে বাংলার রাজনৈতিক দলগুলো নিজেদের রণনীতি তৈরিতে ব্যস্ত।
ঠিক এমন সময়েই তাৎপর্যপূর্ণ মন্তব্য করে আলোচনার কেন্দ্রে ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী। তিনি বলেছেন “এই বাংলায় বিজেপির ৭০টি আসন আছে, আর ওই ৭০টি আসনের একটি থেকেও কোনও মুসলমান বলেননি যে বিজেপি তাঁদের ওপর অত্যাচার করছে।
“গুণ্ডামি ছাড়া নির্বাচন জেতা সম্ভব নয়”, সঞ্জয় রাউতের কড়া ভাষায় তোপ
তাহলে অত্যাচার করছে কে? বাংলার মুসলমানদের ওপর অত্যাচার করছে তৃণমূল কংগ্রেস।” পীরজাদার এই মন্তব্যেই শুরু হয়েছে আলোচনা এবং রাজনৈতিক মহুলে শুরু হয়েছে গুঞ্জন। বিজেপি সবসময় অভিযোগ করে এসেছে নির্বাচনে তারা মুসলিম ভোট পায় না এবং তারা সেই ভোট আশাও করে না। এমনকি দলের শীর্ষ নেতৃত্ব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যন্ত বিহার নির্বাচনের আগে বলেছিলেন বিজেপি মুসলিম ভোট পায়না সুতরাং মুসলিম ব্যাক্তিকে টিকিট দেওয়া হবে না।
কিন্তু ত্বহার মন্তব্যের পরে রাজনৈতিক মহলের একাংশ দাবি করেছেন যে এবারের বাংলার নির্বাচনের হওয়া সম্পূর্ণ উল্টো খাতে বইতে চলেছে। এতদিন ধরে বিজেপি মুসলিম ভোট না পাওয়ার যে অভিযোগ করে আসছিল এবার হয়তো বাংলায় সেই খরা কাটতে চলেছে। পীরজাদা নিজের মুখেই খিভা উগরে দিয়ে বলেছেন যে বিজেপির ৭০ টি আসন থেকে কোনোদিন মুসলিমদের উপর অত্যাচারের কোনও ঘটনা সামনে আসেনি।
কিন্তু এতদিন ধরে তারা তৃণমূলকে ভোট দিয়ে জিতিয়ে এসেছে বিধায়ক বানিয়েছে। আজ তারাই মুসলিমদের পা দিয়ে পিষে দিচ্ছে। ত্বহার এই মন্তব্যে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে ১৫ বছরের তৃণমূল শাসনে তারা কতটা বীতশ্রদ্ধ এবং রাজনৈতিক মহল যথেষ্ট জোর দিয়ে বলেছে যে এবারের বাংলার বিধানসভা নির্বাচন ভীষণ শক্ত হতে চলেছে।
তার উপর ত্বহার এই মানব স্পষ্ট করে দিচ্ছে যে এবারের নির্বাচনে বাংলার মসনদ জিততে মুসলিমরাও বিজেপির ঝুলি ভরে দিতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা আগেই বলেছেন যে এবারের নির্বাচন বঙ্গ বিজেপির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এবারে দাঁত ফোটাতে না পারলে হয়তো আর কখনোই বাংলার স্বপ্ন দেখা হবে না তাদের। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পীরজাদা ত্বহা সিদ্দিকীর এই ধরণের মন্তব্য কিছুটা স্পষ্ট করে যে এবারের বাংলার মুসলিম ভোটের সিংহভাগ হয়তো বিজেপির রিক্ত ঝুলি ভরে দেবে।










