HomeWest BengalKolkata Cityঐতিহ্য প্রাচীন বিজি প্রেস ভাঙার অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের

ঐতিহ্য প্রাচীন বিজি প্রেস ভাঙার অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের

- Advertisement -

বিজি প্রেস ভবন নিয়ে এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলাকারিদের পক্ষের আইনজীবী বিকাশ রাঞ্জন ভট্টাচার্যের অভিযোগ তুলেছেন, এই ঐতিহ্য প্রাচীন ভবনটিকে ভাঙার অভিযোগ। হেরিটেজ আইনে ভাঙার নিয়ম নেই। সেই কারণেই জনস্বার্থ মামলা।

এদিকে এই ঘটনায় রাজ্যের হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, ১৯১৮ সালে তৈরি হয়েছিল বিজিপ্রেস ভবনটি। এই ভবনটি জমির মালিক হচ্ছে শিল্প বাণিজ্য দপ্তর। বিজি প্রেস ভবনটি হিডকোকে হস্তান্তর করা হয়েছিল।

   

মামলাকারীদের অভিযোগ, ঐতিহ্য প্রাচীন বিজি প্রেসের ভবনের কন্ট্রোলার বিল্ডিং একাংশ ভাঙা হচ্ছে এবং প্রাচীন সমস্ত মেশিনপত্র সরিয়ে ফেলা হচ্ছে। যদিও রাজ্যের এডভোকেট জেনারেল সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান হেরিটেজ বিল্ডিং এর কোন অংশই ভাঙা হচ্ছে না। হামলাকারীদের আরো অভিযোগ বিজি প্রেসের ওই অংশ থেকে আলিপুর চিড়িয়াখানা পর্যন্ত কথা শোনা যাচ্ছে গ্রীন সিটি তৈরি করার পরিকল্পনার কথা শোনা যাচ্ছে।তাতে আদিগঙ্গা ক্ষতিগ্রস্ত হবে। পুরো ঘটনার আগামী তিন সপ্তাহের মধ্যে রাজ্যের হলফনামা তলব করেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular