HomeBharatসপ্তাহের শেষে বাংলার ৭ জেলায় ঝপ করে কমল তেলের দাম, খুশি সকলে

সপ্তাহের শেষে বাংলার ৭ জেলায় ঝপ করে কমল তেলের দাম, খুশি সকলে

- Advertisement -

সপ্তাহের শেষের দিকে ফের একবার পেট্রোল ও ডিজেলের দামে (Petrol Diesel Price) চমক খেলেন দেশবাসী। আজ শুক্রবার ১৩ সেপ্টেম্বর সকাল সকাল দেশজুড়ে জারি হয়ে গেল জ্বালানির দাম। আর এই দাম দেখে থ হয়ে গিয়েছেন সকলে। আজ বাংলা সহ বেশ কিছু রাজ্যে যেমন হুড়মুড়িয়ে তেলের দাম কমেছে তো আবার কিছু রাজ্যে এই দাম বেশ অনেকটাই বেড়েছে।

আপনিও কি আজ নিজের গাড়িতে তেল ভরানোর প্ল্যান করছেন? তাহলে আর দেরি না করে জেনে নিন আপনার শহরে কত টাকায় মিলছে তেল। অপরিশোধিত তেলের ক্রমাগত পতনের পর এখন কিছুটা বৃদ্ধি দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে ব্যারেল প্রতি ৬৯ দশমিক ৩৪ ডলারে। একই সময়ে ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ব্যারেল প্রতি ৭২ দশমিক ৩৩ ডলারে। অপরিশোধিত তেলের দামের প্রভাব পড়েছে পেট্রোল-ডিজেলের খুচরো দামে। ভারতে জ্বালানি তেলের দামে তেমন প্রভাব না পড়লেও কয়েকটি রাজ্যে দামের দাম ওঠানামা করেছে।

   

তেল বিপণন সংস্থাগুলি আজ সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম আপডেট করেছে। চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ০.২৩ এবং ০.২২ পয়সা। একই সঙ্গে অসম, বিহার, ছত্তিশগড় ও দমন দ্বীপে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। অন্যদিকে অন্ধ্রপ্রদেশ, গোয়াসহ কয়েকটি রাজ্যে কমেছে জ্বালানির দাম। আজ যেমন দিল্লিতে পেট্রোল ৯৪.৭২ টাকা এবং ডিজেল প্রতি লিটারে ৮৭.৬২ টাকা। মুম্বাইতে পেট্রোল ১০৩.৪৪ টাকা এবং ডিজেল প্রতি লিটারে ৮৯.৯৭ টাকা। এছাড়া চেন্নাইতে পেট্রোল ১০০.৮৫ টাকা এবং ডিজেল প্রতি লিটারে ৯২.৪৩ টাকা। আজ শহর কলকাতায় পেট্রোল ১০৪.৯৫ টাকা এবং ডিজেল প্রতি লিটারে ৯১.৭৬ টাকা।

আজ বাংলাতেও বহু জেলায় পেট্রোল ও ডিজেলের দাম কমেছে। আজ যেমন কোচবিহারে পেট্রোল ৪৪ পয়সা, দার্জিলিং-এ ৫ পয়সা, ঝাড়গ্রামে ১৪ পয়সা, পশ্চিম মেদিনীপুরে ১৯ পয়সা, পূর্ব বর্ধমানে ৪৯ পয়সা, পুরুলিয়ায় ৬ পয়সা এবং উত্তর দিনাজপুরে ১৯ পয়সা কমেছে।

কোচবিহারে ডিজেল ৪১ পয়সা, দার্জিলিং-এ ৪ পয়সা, ঝাড়গ্রামে ১৪ পয়সা, পশ্চিম মেদিনীপুরে ১৭ পয়সা, পূর্ব বর্ধমানে ৪৬ পয়সা, পুরুলিয়ায় ৬ পয়সা এবং উত্তর দিনাজপুরে ১৮ পয়সা কমেছে।

প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দামের পরিবর্তন হয়। সকাল ৬টা থেকে নতুন দর কার্যকর হবে। পেট্রোল ও ডিজেলের দামের সঙ্গে আবগারি শুল্ক, ডিলার কমিশন, ভ্যাটসহ অন্যান্য জিনিস যোগ করার পর এর দাম মূল দামের থেকে প্রায় দ্বিগুণ হয়ে যায়। এই কারণেই পেট্রোল-ডিজেলের দাম এত বেশি বলে মনে হচ্ছে।

 

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular