Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ

kolkata airport

যান্ত্রিক ত্রুটির জেরে নির্দিষ্ট সময়ে উড়ল না বিমান। কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা। কলকাতা থেকে তেজপুরগামী বিমান যান্ত্রিক ত্রুটির কারণ দেখিয়ে দেরিতে ছাড়ে। তারপরেই বিক্ষোভ দেখায় যাত্রীরা।

Advertisements

বারবার বিমান যাত্রায় বিলম্ব ঘটায় যাত্রী বিক্ষোভ কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। সূত্রে খবর, স্পাইস জেটের বিমান এসজি-২৯৬৬ বিমানটি রবিবার সকাল আটটা বেজে পাঁচ মিনিটে কলকাতা এয়ারপোর্ট থেকে তেজপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে নির্দিষ্ট সময়ে ছাড়েনি বিমান। জানানো হয়, সাড়ে দশটায় ছাড়বে বিমানটি। কিছুক্ষণ পর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে বিমানটি ছাড়তে আরও দেরি হবে। বিমানটি কলকাতা থেকে দুপুর একটায় তেজপুরের উদ্দেশ্যে পাড়ি দেবে। তাতেই যাত্রীরা বিক্ষোভে ফেটে পড়েন।

   

যাত্রীরা ১০৪ নম্বর গেটের সামনে ক্ষোভ উগড়ে দেয় সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের কর্মীদের উপর। কারণ, নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছতে না পারায় তেজপুর থেকে যাদের কানেক্টিং বিমান ধরার তাঁদের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়।

Advertisements

অন্যদিকে, বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, সকালে দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেকটাই কম থাকে। সেই কারণেই বিমান ছাড়তে কিছুটা দেরি হয়। পালটা যাত্রীদের বক্তব্য, সকাল ১০টার পর থেকে দৃশ্যমানতা অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। তাছাড়া প্রথমে যান্ত্রিক ত্রুটির কথা জানানো হয়। এইভাবে হয়রানির কোনো মানে হয় না।