সোনা ও টাকা নিয়ে প্রাথমিক শিক্ষকের চাকরি দিত পার্থ, উঠছে অভিযোগ

ssc high

একদিকে যখন এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে ঘিরে তপ্ত রাজ্য রাজনীতি ঠিক তখনই প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে ফের মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতিতে অভিযোগ আনা হয়েছে একজন প্রাথমিক স্কুল শিক্ষকের বিরুদ্ধে।

শুধু তাই নয়, অভিযোগ উঠেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্যর বিরুদ্ধেও। ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কখনও টাকা আবার কখনও সোনার বিনিময়ে চাকরি দিতেন ওই ব্যক্তি।

   

অভিযুক্ত ওই প্রাথমিক স্কুলের শিক্ষকের নাম। সুমন চট্টোপাধ্যায়। মামলাকারী একজন চাকরী প্রার্থীর মা, তাঁর নাম সুপর্না দাস। সুপর্না দাসের অভিযোগ, ওই শিক্ষক পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়কের নাম করে কখনও সোনা আবার কখনও টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন।

আগামী শুক্রবার মামলার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, শুক্রবার বিকেল ৩ টের সময় শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন