শিক্ষক নিয়োগে অনিয়ম করতে চাপ দিয়েছিল পার্থ: বিস্ফোরক প্রাক্তন SSC চেয়ারম্যান

SSC Scam-Partha Chatterjee

এসএসসসির গ্রুপ সি, গ্রুপ ডি থেকে শিক্ষক নিয়োগ সবটাতেই দুর্নীতি (SSC Scam) অভিযোগ উঠেছে। আদালতের নির্দেশে সিবিআই জেরার মুখোমুখি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তার বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ তুললেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল।

বাংলা সংবাদমাধ্যমে তিনি বলেন, তৃণমূল ক্ষমতায় আসার পর স্কুল সার্ভিস কমিশনের দায়িত্ব তাঁর হাতে তুলে দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রথম দিকে রাজি না থাকলেও মুখ্যমন্ত্রীর অনুরোধে সেই দায়িত্ব নিই। মুখ্যমন্ত্রীর তখনকার স্বচ্ছ ভাবমূর্তিকে সামনে রেখেই নিয়োগের কাজ করে যাচ্ছিলাম। নির্দেশ ছিল নিয়োগের ক্ষেরে কোনও আপোষ যাতে না হয়।

   

প্রাক্তন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কথায়, তখন সমস্ত নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার নজির গড়ে তুলতে ওএমআর শিট এবং উত্তরপত্র অনলাইনে দিয়ে দেওয়া হতো৷ চাকরি প্রার্থীদের কাছে কোনও কিছু যাতে লুকানো না হয় সেজন্য এই পদক্ষেপ নিয়েছিলেন তিনি বলে দাবি করেন।পরবর্তীকালে গুজরাট থেকেও এই পদ্ধতি অনুকরণ করার প্রস্তাব এসেছিল৷

চিত্তরঞ্জন মণ্ডলের অভিযোগ, মুখ্যমন্ত্রীর নাম নিয়ে নিয়োগের জন্য চাপ দেওয়া হত। সেই চাপ মন্ত্রী ব্রাত্য বসুর তরফে আসেনি। এসেছিল দলের কেন্দ্রবিন্দু থেকে। এরপরেই সরাসরি তিনি অভিযোগ তুলেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগ, বাড়িতে ডেকে দুর্ব্যবহার করেছিলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এবং ইস্তফা দিতে বাধ্য করা হয়েছিল বলেও অভিযোগ তুলেছেন তিনি।

উল্লেখ্য, বামফ্রন্ট আমলে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ শুরু হওয়ার পর তৃতীয়বার চেয়ারম্যান পদে নিযুক্ত ছিলেন তিনি। তৃণমূল সরকারের প্রথম এসএসসি চেয়ারম্যানও তিনি।

এখন নিয়োগ দুর্নীতি নিয়ে মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে৷ আদালতের নির্দেশে বুধবার সিবিআই হাজিরা দেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। আগামী সপ্তাহে ফের তলব করা হয়েছে তাঁকে। অন্যদিকে, ডিভিশন বেঞ্চেও মেলেনি রক্ষাকবচ। সব মিলিয়ে এই মুহুর্তে বিরাট চাপে প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেস মহাসচিব।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন