HomeWest BengalKolkata Cityপুজোয় বড় স্বস্তি পার্থ চট্টোপাধ্যায়ের, মিলল জামিন!

পুজোয় বড় স্বস্তি পার্থ চট্টোপাধ্যায়ের, মিলল জামিন!

- Advertisement -

কলকাতা  ২৬ সেপ্টেম্বর: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় বড় আইনি মোড়। শুক্রবার কলকাতা হাইকোর্টে শর্তসাপেক্ষে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই হাতে গ্রেফতার হওয়ার পর থেকে দীর্ঘদিন তিনি ছিলেন জেল হেফাজতে। এ দিন বিচারপতি শুভ্রা ঘোষ তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন।

তবে আদালত একাধিক শর্ত আরোপ করে এই জামিন মঞ্জুর করেছে। ফলে আপাতত তিনি শর্তসাপেক্ষে মুক্তি পেলেও, পুরোপুরি জেলমুক্তির আগে এখনও আইনি প্রক্রিয়া বাকি বলে মনে করছেন আইনজীবীরা।

   

বিচারপতি শুভ্রা ঘোষ শুক্রবারের শুনানিতে জানান, পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করা হচ্ছে, তবে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। সাধারণত এই ধরনের মামলায় অভিযুক্তের পাসপোর্ট জমা রাখা, নিয়মিত হাজিরা দেওয়া, তদন্তে সহযোগিতা করা ইত্যাদি শর্ত থাকে। আইনজীবী মহলের মতে, আদালতের এই সিদ্ধান্ত পার্থর জন্য স্বস্তির হলেও, তিনি আপাতত সম্পূর্ণ মুক্ত নন।

প্রসঙ্গত, গত ১৮ অগস্ট সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছিল। সেখানে বলা হয়, এই মামলায় এক মাসের মধ্যে চার্জ গঠন করতে হবে এবং দুই মাসের মধ্যে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করতে হবে। অর্থাৎ, কেন্দ্রীয় তদন্ত সংস্থার তরফে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষ করতে হবে। আইনজীবীদের মতে, এই নির্দেশ মামলার গতি দ্রুত করেছে। এর ফলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া এগোচ্ছে এবং তারা জামিন বা মুক্তির সুযোগ পাচ্ছেন।

 

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular