Loksabha election 2024: ব্যারাকপুরে প্রচারে টক্কর দিতে প্রস্তুত তৃণমূল, কিউআর স্ক্যান করলেই কেল্লাফতে

লোকসভা ভোট যত এগিয়ে আসছে, রাজনৈতিক দলগুলো প্রচারে একে অন্যকে টক্কর দিতে একচুলও জায়গা ছাড়ছে না। দেওয়াল লিখন থেকে রঙবেরঙের ফ্লেক্স, ব্যানার, ঘরে ঘরে গিয়ে…

partha bhowmik

লোকসভা ভোট যত এগিয়ে আসছে, রাজনৈতিক দলগুলো প্রচারে একে অন্যকে টক্কর দিতে একচুলও জায়গা ছাড়ছে না। দেওয়াল লিখন থেকে রঙবেরঙের ফ্লেক্স, ব্যানার, ঘরে ঘরে গিয়ে প্রচার তো সকলেরই জানা। আর ভোটের আগে সমাজমাধ্যককে কাজে লাগিয়ে ভোটবাক্স ভর্তি করাও নতুন কিছু নয়। আর এইবার আরও উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে মাঠে নেমেছে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক।

Advertisements

সম্প্রতি ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক এক অভিনব প্রচারের উদ্যোগ নিয়েছেন। কিউআর স্ক্যান করলেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বাসিন্দারা তাঁদের প্রার্থী সম্বন্ধে সব তথ্য জেনে যাবেন। শুধু তাই নয় আপনি সরাসরি মতামত জানাতে পারেবন আপনার প্রার্থীকে। এছাড়াও আপনার এলাকার কোনও সমস্যা আপনি তুলে ধরতে পারবেন এই অ্যাপে।

Advertisements

এই কিউআর স্ক্যান করলেই একটি ফর্ম খুলে যাবে। যেখানে আপনি নিজের সম্বন্ধে যাবতীয় তথ্য দেওয়ার পরই আপনার হোয়টাস অ্যাপে চলে আসবে একটি মেসেজ। যেখানে পার্থ ভৌমিকের তরফে একটি রেকর্ডের মেসেজ পেয়ে যাবেন। আপনার এলাকার উন্নয়নের জন্য উনি ‘প্রতিশ্রুতিবদ্ধ’ এইরূপ একটি মেসেজ আপনি পাবেন আর আপাতত দেখতে পাবেন একটি ভিডিও। জানা গিয়েছে এই অ্যাপটি যত দিন যাবে তত গঠনগত পরিবর্তন এবং নতুন কনটেন্ট যুক্ত হবে।

ব্যারাকপুরে লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং যিনি আবার ঘাসফুল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই পেয়ে গিয়েছেন লোকসভা ভোটের টিকিট। তার যুদ্ধ তাঁরই এককালের ‘বন্ধু’পার্থ ভৌমকের বিরুদ্ধে। দেখার বিষয় এই হাইটেক প্রচার আদেও কি কোনও প্রভাব ফেলবে ভোটবাক্সে?