Loksabha Election 2024 Result: রেকর্ড মার্জিনে এগিয়ে পার্থ ভৌমিক, ব্যারাকপুরে কি শেষ হবে অর্জুন অধ্যায়

partha arjun

রেকর্ড মার্জিনে এগিয়েছেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। ব্যারাকপুরের তৃণমূল প্রার্থীর মার্জিন যেন বুক ধড়ফড়ানি বাড়িয়ে দিয়েছে একদা বাহুবলী নেতা অর্জুন সিং-এর। শেষ খবরের ভিত্তিতে জানা গিয়েছে, তৃণমূলের গুড বয় পার্থ ভৌমিক প্রায় ৬৭০০০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। এবং এই রেকর্ড সংখ্যক মার্জিনে কোনওদিন পিছিয়ে থাকেনি বাহুবলী অর্জুন। জানা গিয়েছে যে তিনি নাকি তিতিবিরক্ত হয়ে তৃণমূলের এক কাউন্টিং এজেন্টের বুকে ঘুষি চালিয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। শুধু তাই নয়, তাঁকে এইদিন বেশ বিষণ্ণ মুখে দেখা গিয়েছে।

প্রসঙ্গত ২০১৯ সালে ব্যারাকপুর থেকে কয়েকহাজার ভোটে জিতেছিলেন অর্জুন সিং। হারিয়েছিলেন ঘাসফুলের দীনেশ ত্রিবেদীকে। তবে তিনি ফের দলে ফিরেছিলেন। কিন্তু টিকিট না পেয়ে আবার ফিরেছিলেন বিজেপিতে। তাঁর বিপরীতে তৃণমূল প্রার্থী করেছে গুড বয় পার্থকে। টানটান উত্তেজনার মুখে ভোট হয়েছে ব্যারাকপুরে। বিক্ষিপ্ত অশান্তি ছাড়া তেমন কোনও খবর নেই।

   

সকালে গণনা কেন্দ্রের বাইরে একদফা উত্তেজনা হয়ে গিয়েছে। তখন সদ্য ভোট গণনা কেন্দ্রে লোকে আসতে শুরু করেছে। ব্যারাকপুরে সুরেন্দ্রনাথ কলেজের বাইরে তখন তৃণমূল-বিজেপির একদফা ধস্তাধস্তি হয়ে গিয়েছে। স্লোগান, পাল্টা স্লোগানে ভোট গণনার আগেই তপ্ত হয়ে ওঠে ব্যারাকপুরে সুরেন্দ্রনাথ কলেজের বাইরের চত্বর।সেই ব্যারাকপুরে শেষ হাসি হাসবে কে, জানা যাবে আর কয়েক ঘন্টা পরেই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন