HomeWest BengalKolkata Cityপুজোর থিমে পহেলগামের নৃশংসতা তিলোত্তমার প্যান্ডেলে

পুজোর থিমে পহেলগামের নৃশংসতা তিলোত্তমার প্যান্ডেলে

- Advertisement -

কলকাতা: ঘন সবুজ পাইন-বনে ঘেরা উপত্যকার নৈসর্গিক সৌন্দর্য খান খান হয়ে গিয়েছিল গুলির শব্দে। মাটিতে লুটিয়ে পরেছিল ২৬ টি তাজা প্রাণ। ২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসবাদীদের নির্মম হত্যালীলা শেষে বৈসরণ উপত্যকার সবুজ ঘাসের গালিচার উপর পড়ে ছিল শুধু চাপ চাপ রক্ত, অর্ধেক খাওয়া খাবারের প্লেট, কারও একপায়ের চটি আর এলোমেলো হয়ে পড়ে থাকা কিছু চেয়ার।

সাম্প্রতিককালের সবচেয়ে নিকৃষ্ট জঙ্গি হামলার কথা এখনও দেশবাসীর মনে বিদ্যমান। সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং ভারতের পরাক্রমতার ছবি ফুটিয়ে তুলছে পুজো কমিটি। ভক্তি এবং দেশপ্রেমকে একসূত্রে বেঁধে অভিনব থিম নিয়ে হাজির বাগুইআটির ভিআইপি রোডের এক্সিকিউটিভ প্যালেস অ্যাপার্টমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশান। তাদের এবছরের গণেশ পুজোর থিম হল, “বীর গণেশ-রক্ষার দেবতা”।

   

পুজোর পঞ্চম বর্ষে পহেলগামে নিহত শহীদ এবং ভারতীয় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ বলে আবাসনের তরফে জানানো হয়েছে। এই পুজোর অন্যতম আকর্ষণ হল দুটি যুদ্ধ বিমান, যা ‘অপারেশন সিঁদুর’-এর প্রতীক হিসেবে ব্যবহার করা হবে। প্রতিমা তৈরি করেছেন শিল্পী দীপঙ্কর পাল।

আবাসনের অ্যাসোসিয়েশনের সম্পাদক অঙ্কিত আগরওয়াল জানিয়েছেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এটি আমাদের ছোট্ট প্রয়াস। এই থিমের মাধ্যমে প্রত্যেক দর্শনার্থীর মনে দেশপ্রেম, সাহস ও দায়িত্ববোধ জাগ্রত হবে বলে আমরা আশাবাদী। সিদ্ধিদাতা আমাদের শক্তির পাশাপাশি করুণাও থাকতে শেখায়।”

- Advertisement -
Devi Bhattacharya
Devi Bhattacharyahttps://kolkata24x7.in/
প্রশ্ন করতে, খুঁটিয়ে জানতে এবং উত্তর খুঁজতে ভালোবাসি। খবর অনুসন্ধান, ঘটনার অন্তরালের কারণ বিশ্লেষণ এবং সেগুলোকে শব্দে বুনে তোলার চেষ্টা করি। স্বচ্ছ, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতা করার লক্ষ্য নিয়ে গত ৪ বছর ধরে এই প্রফেশনে যুক্ত আছি। এছাড়াও আবৃত্তি করতে, ভ্রমণ এবং সেই ভ্রমণকাহিনি লিখতে ভালোবাসি।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular