HomeWest BengalKolkata Cityনিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক শুভেন্দু, 'ভাইপো নিয়েছে ২ হাজার কোটি'

নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক শুভেন্দু, ‘ভাইপো নিয়েছে ২ হাজার কোটি’

- Advertisement -

ভাইপো নিয়েছে দু হাজার কোটি টাকা। এবার নিয়োগ দুর্নীতির তদন্তের মাঝে এমনই দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। সরাসরি নাম না বললেও শুভেন্দুর নিশানায় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি মুখ্যমন্ত্রী মমতার ভাইপো।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জানিয়েছেন, নিয়োগ দুর্নীতিতে ৩ হাজার কোটি টাকা তোলা হয়েছে। এর মধ্যে ভাইপো নিয়েছে ২ হাজার কোটি টাকা। নিয়োগ দুর্নীতিতে সর্বাধিক লাভবান ভাইপো। শুভেন্দুর আরও দাবি, ভাইপোর আপ্ত সহায়ক সব জানে। তাকে জেরা করলেই সব জানা যাবে।

   

শিক্ষা দফতরে নিয়োগ দুর্নীতির তদন্তে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, বিধায়করা জড়াচ্ছেন। প্রাক্তন মন্ত্রী জেলে। শিক্ষা দফতরের একাধিক কর্মকর্তা জেলে। এর মাঝে ফের কোটি কোটি টাকার কেলেঙ্কারিতে গ্রেফতার তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ। ইডি চেষ্টা করছে কুন্তলের তৈরি কোড ভাঙতে। এই সংকেত বাক্য দিয়ে নিজের ডাইরিতে বিপুল অংকের লেনদেন লিখে রেখেছে কুন্তল। তার সাথে তৃণমূলের হেভিওয়েট নেতাদের জোগাযোগ ছিল।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular