কমেছে পেঁয়াজের ঝাঁজ, এখন কেজি ২৫ টাকা, স্বস্তিতে আমজনতা

পেঁয়াজের ঝাঁজে যখন দিশেহারা সাধারণ মানুষ, ঠিক তখনই স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে নতুন দাম অনুযায়ী পেঁয়াজ বিক্রি। সরকার…

Onion prices have plummeted to just ₹2 per kg in Mahdipur,

পেঁয়াজের ঝাঁজে যখন দিশেহারা সাধারণ মানুষ, ঠিক তখনই স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে নতুন দাম অনুযায়ী পেঁয়াজ বিক্রি। সরকার নির্ধারিত এই মূল্যে এখন থেকে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি (Onion Price) হবে মাত্র ২৫ টাকায়।

Advertisements

এ সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরাও। সাম্প্রতিক মাসগুলিতে পেঁয়াজের দাম হু হু করে বেড়ে গিয়েছিল। কোথাও কোথাও খুচরো বাজারে পেঁয়াজের কেজি ৭০ থেকে ৮০ (Onion Price) টাকা পর্যন্ত পৌঁছে যায়। এতে নাভিশ্বাস উঠেছিল মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের।

   

সরকারের হস্তক্ষেপ

এই পরিস্থিতির লাগাম টানতে অবশেষে মাঠে নামে কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমারস ফেডারেশন (NCCF) এবং নাফেড (NAFED)-এর মাধ্যমে পেঁয়াজ বিক্রির জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই দুই সংস্থা সরকারের নির্দেশে সরাসরি কৃষকদের থেকে পেঁয়াজ সংগ্রহ করে নির্দিষ্ট বিক্রয়কেন্দ্র এবং মোবাইল ভ্যানে বিক্রি শুরু করেছে।

বলা হচ্ছে, এই উদ্যোগ শুধুমাত্র শহরাঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ শহর, জেলা ও মফস্বলেও পর্যায়ক্রমে এই স্বল্পমূল্যের পেঁয়াজ পৌঁছে দেওয়া হবে।

কোথায় পাওয়া যাবে সস্তার পেঁয়াজ?

সরকারি সূত্রে জানানো হয়েছে, দিল্লি, কলকাতা, মুম্বই, চেন্নাইসহ দেশের বড় শহরগুলোতে ইতিমধ্যে মোবাইল ভ্যান ও নির্দিষ্ট রেশন দোকানের মাধ্যমে এই পেঁয়াজ বিক্রি (Onion Price) শুরু হয়েছে। পর্যায়ক্রমে আরও এলাকায় এই ব্যবস্থা চালু হবে।

এছাড়াও, কিছু কিছু রাজ্যে স্থানীয় হাট-বাজারেও সরকারের পক্ষ থেকে ভ্রাম্যমাণ দোকানের মাধ্যমে এই স্বল্পদামে পেঁয়াজ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisements