Purulia : শৌচকর্ম করতে গিয়ে হাতির তাণ্ডবে মৃত্যু এক মহিলার, চাঞ্চল্য পুরুলিয়ায়

elephant

 

ভোরবেলায় শৌচকর্ম করতে গিয়ে হাতির তাণ্ডবে মৃত্যু হলো এক মহিলার। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কোটশিলা বনাঞ্চলের ডিমু গ্রামের কাছে কুমারডি টোলাতে।

   

বনদফতর সূত্রে খবর, মৃতার নাম মমতা কুমার, বয়স উনত্রিশ বছর। তাঁর বাড়ি ডিমু গ্রামের কুমারডি গ্রামের টোলাতে। রবিবার ভোর পৌনে চারটে নাগাদ ওই মহিলা শৌচকর্ম করতে বাড়ি থেকে বেরোন। পরিবার সূত্রে জানা গিয়েছে, পাশেই একটি জঙ্গলের কাছে তিনি শৌচকর্ম সারতে যান কিন্তু সেই সময় আচমকা সেখানে উপস্থিত হয় একটি হাতি। হাতিটি মহিলার দিকে তেড়ে যায়, তিনি বাঁচার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। শুঁড়ে পেঁচিয়ে ফেলে মাটিতে আছাড় মারে হাতিটি।

বন দফতরের দল তাঁকে উদ্ধার করে কোটশিলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে হাতি নিয়ে কিছুটা আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

মৃতার পরিবারের তরফে দাবি করা হয়, ” আমরা ক্ষতিপূরণের দাবি জানাই। আমাদের গ্রামে আলোর ব্যবস্থা করুক বনদফতর।” বনদফতরের তরফে হাতিটির খোঁজ চলছে বলে জানা গিয়েছে।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন