Xmas: আজ বড়দিনে ভিড় উপচে পড়ল ইকো-নিক্কো পার্কে

আজ বড়দিন (Xmas)। শীতের আমেজে হালকা রোদ্দুর গায়ে মেখে ঘোরার দিন। সোমবার সকাল থেকে চিড়িয়াখানা, সায়েন্সসিটি, নিকোপার্ক, ভিক্টোরিয়া, জাদুঘর, ইকোপার্কে লম্বা লাইন। যত বেলা বাড়ছে ততই যেন মানুষের ঢল নামছে। বাদ যাচ্ছে না কলকাতার বুকে তৈরী হওয়া নতুন মিনি চিড়িয়াখানাও। বাচ্চা থেকে বুড়ো সকলেই ঢুঁ মারছেন তিলোত্তমা কলকাতার দর্শনীয় স্থানগুলিতে।

সোমবার সকাল থেকেই ভিড় উপচে পড়ছে আলিপুর চিড়িয়াখানায়। সাধারণ মানুষ সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছেন। নির্দিষ্ট সময় চিড়িয়াখানা খুলেছে। তবে তার বহু আগে থেকেই সাধারণ মানুষের ভিড় টিকিট কাটার লাইনে দেখা গিয়েছে। নিরাপত্তার কড়া বন্দোবস্ত করা হয়েছে চিড়িয়াখানায়।গতকাল রবিবার থেকেই ভিড়ের রেকর্ড শুরু হয়ে গিয়েছে চিড়িয়াখানায়। গতকাল ৭০ হাজারের বেশি দর্শক গিয়েছিলেন। বছরের শেষ দিন ও নতুন বছরের প্রথম সপ্তাহ পর্যন্ত এইরকম ভিড় থাকবে বলে মনে করা হচ্ছে।

   

Xmas: আজ বড়দিনে ভিড় উপচে পড়ল ইকো-নিক্কো পার্কে

একই ছবি ইকোপার্কেও। গত কয়েক বছরে কলকাতার বাসিন্দাদের কাছে আরও একটি ভ্রমণের স্থান হল ইকো পার্ক। পাখিবিতান, গল্ফ কোর্স, অ্যাম্ফিথিয়েটার, বাটারফ্লাই গার্ডেন, হেলিকোনিয়া গার্ডেন, স্কাল্পচার গার্ডেন, রেন ফরেস্ট, বিভিন্ন ফলমূলের বাগান, চা-বাগান, জোড় বাংলো মন্দির, ফ্লোটিং মিউজিক ফাউন্টেন, কাচের তৈরি গ্লাস হাউসের পাশাপাশি সপ্তম আশ্চার্যকে চেঁটেপুটে উপভোগ করছেন দর্শকরা। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত ইকো পার্ক সকাল ১১টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে সাধারণ দর্শকদের জন্য। সোমবার সাধারণত বন্ধ থাকে। তবে খুশির খবর হল, ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি, ২০২৪ তারিখ পর্যন্ত প্রতিদিন ইকো পার্ক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল ইকোপার্কে ৫৩ হাজার দর্শক এসেছিলেন বলে খবর।

অপরদিকে, সকাল থেকে জমজমাট নিক্কো পার্ক। রকমারি জয় রাইডের মজা উপভোগ করতে, কলকাতার পাশাপাশি, দূর দূরান্ত থেকে মানুষ এখানে ভিড় করেছেন। সঙ্গে হই-হুল্লোড়, জমিয়ে খাওয়াদাওয়ারও ব্যবস্থা রয়েছে।অনেকেই আবার একটু ভিড় এড়াতে ঢুঁ মেরেছেন নিউটাউনের হরিণালয় অর্থাৎ মিনি চিড়িয়াখানায়। ইকোপার্ক লাগোয়া এই চিড়িয়াখানায় জেব্রা, জিরাফ, বিদেশী বানর, বিদেশী পাখি মন ছুঁয়ে নিচ্ছে দর্শকদের।

বড়দিনে দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে সায়েন্স সিটিও। সকাল থেকে সেখানেও ভিড় জমিয়েছে মানুষজন ৷ সায়েন্স সিটির এবছরের মূল আকর্ষণ মিসাইল পার্ক৷ আলাদা করে প্রবেশ মূল্য লাগলেও ভিড় সেখানেও৷ বিজ্ঞান ও প্রযুক্তিকে আর একবার ঝালাই করতে কচি থেকে বুড়ো সকলের উৎসাহ চোখে পরার মতন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন